গ্রামীণফোনের মাধ্যমে অবিশ্বাস্য মূল্যে সিম্ফনি আনল নতুন স্মার্টফোন ‘সিম্ফনি W15’

বেশ কিছুদিন যাবত সিম্ফনি দেশের বাজারে স্বল্পমূল্যের স্মার্টফোন আনার দিকে বেশি নযর দিয়েছে। যার ফল হিসেবে বাজারে এসেছে ‘সিম্ফনি W20’ এবং ‘সিম্ফনি W30’ এর মত স্মার্টফোন। ‘সিম্ফনি W15’ নামের এবার আরেকটি স্বল্পমূল্যের স্মার্টফোন আনল সিম্ফনি। ডিভাইসটির মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ৪,৫৯০ টাকা। বর্তমান বাজারের স্মার্টফোনগুলোর­ মধ্যে এই এন্ট্রিলেভেল স্মার্টফোনটির মূল্যই সর্বনিম্ন। আর সিম্ফনি ডিভাইসটি বাজারে এনেছে গ্রামীণফোনের মাধ্যমে। ফল হিসেবে ডিভাইসটির সাথে থাকছে গ্রামীণফোনের সংযোগ ব্যাবহারে বিশেষ মূল্যে ইন্টারনেট ব্যাবহারের সুযোগ।
সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে থাকছে ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর এবং ৩.৫ ইঞ্চি (৩২০*৪৮০ পিক্সেল) টিএফটি ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে। র‍্যাম আছে ২৫৬ মেগাবাইট এবং ইন্টারনাল স্টোরেজ ৫১২ মেগাবাইট। সাথে ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যাবহারের সুযোগ। স্বল্পমূল্যের এই ডিভাইসটিতে জিপিইউ হিসেবে থাকছে ‘মালি ৩০০’| আর ডিভাইসটি চলবে এন্ড্রয়েড ২.৩.৬ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে।

ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই সুবিধার এই স্মার্টফোনটিতে রেয়ার ক্যামেরা আছে ০.৩ মেগাপিক্সেলের আর শক্তি যোগাতে আছে ১৪০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। এছাড়া এতে আরো আছে ব্লুটুথ এবং ওয়াইফাই। তবে নেই জিপিএস সুবিধা। আর প্রিলোডেড অ্যাপ্লিকেশান হিসেবে থাকবে ‘প্লে স্টোর’ এবং ‘ওয়ান ব্রাউজার’| ডিভাইসটির সাথে ফ্রি দেওয়া হচ্ছে ৪ গিগাবাইট মেমোরি কার্ড।

ডিভাইসটি সিম্ফনির কিছু আউটলেটের সাথে সাথে পাওয়া যাবে সকল গ্রামীণফোন সেন্টারে। আর ডিভাইসটির সাথে গ্রামীণফোনের সংযোগ ব্যাবহারে মাত্র ৬০ টাকায় পাওয়া যাবে ৫০০ মেগাবাইট ইন্টারনেট।

মাত্র ৪,৫৯০ টাকার মত অবিশ্বাস্য মূল্যে স্মার্টফোন দিতে গিয়ে হার্ডওয়্যারে বেশ কাটসাট করতে হয়েছে সিম্ফনিকে। তবে যারা একেবারেই এন্ট্রিলেভেল স্মার্টফোন ব্যাবহার করতে চান সবসময় ব্যাবহারের জন্য তাদের জন্য ডিভাইসটি বেশ ভালই হতে পারে।
{ Read More }


এক নিমিশেই মুছে ফেলুন অজানা সব FaceBook এর Adult/Dirty পোষ্ট

নিয়ে শুরু করতেছি আমার আজকের টিউন ।
facewash
ইন্টারনেট ব্যবহার করি অথচ FACEBOOK.COM চিনিনা এর সংখ্যা যেমন কম নয়, ঠিক তেমনি এখানে ADULT/DIRTY ছবি/পোষ্ট TAG/UPLOAD এর সংখ্যাও নেহাত কম নয় । আপনি চান বা না চান কিন্তু আপনার অজান্তে আপনাকে হয়ত TAG করা হয়েছে যা আপনি নিজে বা আপনার পরিচত কেউ দেখুক সেটা আপনি অবশ্যই চাননা । কিন্তু যেটা আপনার অজান্তে হয়েছে সেটা অবশ্যই আপনাকে আপনার পরিচতদের কাছে আপত্তিকর ।
আর তাই আমি আপনার কাছে এমন এক যাদু উপস্থাপন করব যা আপনার জান্তে অজান্তে যত কিছু থাক সব আপনা আপনি মুছে যাবে । তো আসুন দেখি কি করে করব এই যাদু ।
১/ Go This Link- facewa.Sh
২/ Like This Apps + Allow Post Ur Wall & Scan Ur Facebook
{ Read More }


জিমেইল থেকেই ভিডিও কল

image_10098_0
জিমেইল থেকেই ফ্রি ভিডিও কল সুবিধা দিচ্ছে গুগল। ফলে এখন থেকে জিমেইল থেকে সর্বোচ্চ নয় জনের সাথে ভিডিও চ্যাট করা যাবে। এ জন্য গুগল অ্যাকাউন্টের বাম পাশের জিটক পেনের একেবারে বাম পাশের ভিডিও আইকন ‘হ্যাঙআউট’ এর ওপর ক্লিক করতে হবে।
এর পর নিতুন একটি উইন্ডোতে পপ-আপ এর মতো গুগল প্লাসের বন্ধুদের লিস্ট দেখাবে। এখান থেকে বন্ধুকে ভিডিও চ্যাটের জন্য আহ্বান জানানো যাবে। গুগল প্লাস সার্কেলে কেউ না থাকলেও জিমেইল আইডির মাধ্যমে ভিডিও চ্যাটের জন্য আমন্ত্রণ জানানো যাবে।
হ্যাংআউট অন এয়ার ফিচার ব্যবহার না করেও ইউটিউব অ্যাকাউন্ট যাচাইয়ের মাধ্যমেও এই সুবিধা উপোভোগ করা যাবে। একই সাথে ভিডিও ইউটিউবে ইচ্ছেমতো চ্যাট করা যাবে পরিচিত বন্ধুদের সাথে।
যখন হ্যাংআউট চালু হবে তখন ব্যবহারকারীরা স্ক্রিণের মাঝে অন্যান্য গ্রুপ সদস্যদের দেখতে পাবেন। আর যখন ভিডিও চ্যাট শুরু হবে তখন অপরপ্রান্তে থাকা ব্যক্তির ছবিটি উপরে উঠে যাবে।
শুধু কি তাই, সচিত্র এ আলাপনের সময় যেন ব্যবহারকারীরা একে অপরের সাথে কৌতুক করতে পারেন সে জন্য এখানে জুড়ে দেয়া হয়েছে ভার্চুয়াল টেবিল টেনিসের ছবি এবং শব্দ।   জিমেইল থেকেই ফ্রি ভিডিও কল সুবিধা দিচ্ছে গুগল। ফলে এখন থেকে জিমেইল থেকে সর্বোচ্চ নয় জনের সাথে ভিডিও চ্যাট করা যাবে। এ জন্য গুগল অ্যাকাউন্টের বাম পাশের জিটক পেনের একেবারে বাম পাশের ভিডিও আইকন ‘হ্যাঙআউট’ এর ওপর ক্লিক করতে হবে।
এর পর নিতুন একটি উইন্ডোতে পপ-আপ এর মতো গুগল প্লাসের বন্ধুদের লিস্ট দেখাবে। এখান থেকে বন্ধুকে ভিডিও চ্যাটের জন্য আহ্বান জানানো যাবে। গুগল প্লাস সার্কেলে কেউ না থাকলেও জিমেইল আইডির মাধ্যমে ভিডিও চ্যাটের জন্য আমন্ত্রণ জানানো যাবে।
হ্যাংআউট অন এয়ার ফিচার ব্যবহার না করেও ইউটিউব অ্যাকাউন্ট যাচাইয়ের মাধ্যমেও এই সুবিধা উপোভোগ করা যাবে। একই সাথে ভিডিও ইউটিউবে ইচ্ছেমতো চ্যাট করা যাবে পরিচিত বন্ধুদের সাথে।
যখন হ্যাংআউট চালু হবে তখন ব্যবহারকারীরা স্ক্রিণের মাঝে অন্যান্য গ্রুপ সদস্যদের দেখতে পাবেন। আর যখন ভিডিও চ্যাট শুরু হবে তখন অপরপ্রান্তে থাকা ব্যক্তির ছবিটি উপরে উঠে যাবে।
শুধু কি তাই, সচিত্র এ আলাপনের সময় যেন ব্যবহারকারীরা একে অপরের সাথে কৌতুক করতে পারেন সে জন্য এখানে জুড়ে দেয়া হয়েছে ভার্চুয়াল টেবিল টেনিসের ছবি এবং শব্দ।
{ Read More }


ফায়ারফক্স এর কিছু অতি প্রয়োজনীয় অ্যাড-অনস ।

সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম । আশা করি আপনাদের কাজে আসবে :)
Firefox সম্বন্ধে আমার নিশ্চয়ই কোনও বিবরন দেওয়া লাগবে না! ! ! সবাই চিনেন এইটাকে ! :P আর অ্যাড-অনস গুলোকে বলা যেতে Firefox এর প্রান । Firefox ব্যাবহার করার সময় আপনাকে সর্বোচ্চ সুবিধা প্রদান করার জন্য এবং আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স কে আনন্দময় করে তোলার জন্যই এসব অ্যাড-অনস তৈরি করা হয়েছে । Firefox এর হিসাব অনুসারে এ পর্যন্ত প্রায় 3,181,046,567 সংখ্যক বার অ্যাড-অনস ডাউনলোড করা হয়েছে । তাহলে ফায়ারফক্স এর এই অ্যাড-অনস গুলো ব্যাবহার করা থেকে নিজেকে দূরে রাখবেন কেন????? নিচে আমি ফায়ারফক্স এর কিছু জনপ্রিয় অ্যাড-অনস নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম ।
Capture
১. WOT – Safe Surfing – আমার মতে ফায়ারফক্স এর যতগুলো অ্যাড-অনস আছে তার মধ্যে এইটা সর্বশ্রেষ্ঠ । তাই এইটা নিয়েই আগে লেখলাম । এই অ্যাড-অন এর কাজ হল আপনি যে ওয়েবসাইট এ যান টা কতটা বিশ্বাস যোগ্য তা দেখানো । এই অ্যাড-অন টির সারা বিশ্বে প্রায় 1,491,826 জন ইউজার আছে । আর মিলিওন খানেক মানুষের মতামত নিয়ে একটি সাইট সম্পর্কে আপনাকে জানায় । এমন কি গুগল সার্চ এ যেসব লিঙ্ক আসে সেগুলো বিশ্বাস যোগ্য কিনা অথবা স্প্যামি সাইট কিনা তার সম্বন্ধে রেটিং প্রদান করে । কোনও ওয়েবসাইট এর পাশে যদি সবুজ বৃত্ত আকারে থাকে তাহলে ধারনা করে নিন সাইট টি বিশ্বাস যোগ্য । আবার লাল বৃত্ত থাকলে ধরে নিতে হবে সাইট টি বিশ্বাস যোগ্য নয় । অনেক মানুষের রেটিং এর উপর নির্ভর করে যেহেতু এই অ্যাড-অন টি রেটিং প্রদান করে তাই আপনি নির্দ্বিধায় এর উপর বিশ্বাস রাখতে পারেন । এই অ্যাড-অন সম্পর্কে আরও জানতে এই লিঙ্ক এ যান ।
২. Adblock Plus - এটিও ফায়ারফক্স এর একটি অসাধারন অ্যাড-অন । এটি ফায়ারফক্স এর সবচেয়ে জনপ্রিয় অ্যাড-অন । আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট এর অ্যাডভার্টাইজমেন্ট / ট্র্যাকিং / ব্যানার এর দ্বারা বিরক্ত????? তাহলে এই অ্যাড-অন টি আপনার জন্যই । 13,287,756 জন ইউজার আছে এই অ্যাড-অন টির । এটি সম্বন্ধে আরও জানতে এবং ডাউনলোড করে ফায়ারফক্স এ অ্যাড করে নিতে এই লিঙ্ক এ যান।
৩. Easy YouTube Video Downloader – নাম শুনেই বুঝতে পারছেন ইউটিউব এর ভিডিও ডাউনলোড সংক্রান্ত এর কাজ । হ্যাঁ ঠিক এ ধরেছেন । IDM থাকলে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করা সহজ আর এই Easy YouTube Video Downloader থাকলে ডালভাত! এইটা আমার কথা না । বিশ্বাস না হলে বাকি 1,932,342 জনকে জিজ্ঞেস কইরা দেখেন যারা এই অ্যাড-অন ইউজ করছে :) ! ইউটিউব এর ভিডিও দেখার সময় ভিডিওর নিচেই পাবেন ডাউনলোড করার অপশন । আর ভালো দিক তা হল যেকোনো ভিডিও কে আপনি M4A, MP3, MP4, AAC, FLV এবং HD format এ ডাউনলোড করার অপশন পাবেন (এইটা IDM এ নাই !) । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৪. Google Translator for Firefox – এই অ্যাড-অন টি অনেক কাজের । যেকোনো পেজ এর যেকোনো অংশ / পুরা পেজ যেই ল্যাঙ্গুয়েজ এই থাকুক না কেন, যদি আপনার ফায়ারফক্সে এই অ্যাড-অন টি থাকে তাহলে আর কোনও চিন্তা নেই । পুরা ওয়েবপেজ বা এর কিছু অংশ যে ভাষাতেই লেখা থাকুক না কেন তা সহজেই ইংলিশ, বাংলা বা অন্য যেকোনো ল্যাঙ্গুয়েজ এ ট্রান্সলেট করে দেখতে পারেন । আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই অ্যাড-অন টি অনেক কাজের । যদি এটি আপনার ফায়ারফক্স এর সাথে যোগ না করেন তাহলে বিরাট ভুল করলেন ! বিস্তারিত জানতে এখানে যান ।
৫. Proxtube- Unblocks YouTube – এর বিবরন এ বলছে যে এটি ফায়ারফক্স এর বিল্ট ইন প্রক্সি যাতে আপনি সহজে YouTube এ ঢুকতে পারবেন । আমি নিজে এখনও এটি ইউজ করি নি তাই বিশেষ কিছু বলতে পারলাম না । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৬. PDF Download – যেকোনো ওয়েবপেজ কে সেভ করুন PDF আকারে! অথবা কাউকে ইমেইল করুন । এই অ্যাড-অন টি অনেক কাজের। আপনি ও ট্রাই করে দেখুন । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৭ . Bitdefender QuickScan – বিশ্বের ১ নং অ্যান্টিভাইরাস দিয়ে খুব সহজে আপনার পিসি এর একটি QUICK SCAN করিয়ে নিতে পারবেন এর অ্যাড-অন এর মাধ্যমে । রিভিউ গুলো পড়ে ভালই মনে হল। তাই আপনি ট্রাই করে দেখতে পারেন এটি । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান।
৮. ScoreWatch – এই অ্যাড-অন তা আমার মতো ক্রিকেটপাগল মানুষ আছেন যারা তাদের জন্য ! স্কোর দেখতে আপনাকে বারবার টিভি বা  ক্রিকইনফো তে ঢুকতে হবে না। আপনার অ্যাড-অন বারেই স্কোর দেখতে পারবেন । উইকেট পড়লে সাথে সাথে অ্যালার্ট পেয়ে যাবেন । আর আমাদের দেশের খেলা দেখাবে কিনা তা নিয়ে চিন্তিত???? ১ম শ্রেণীর ক্রিকেট থেকে শুরু করে সকল আন্তর্জাতিক ম্যাচ এর খবর জানতে পারবেন আপনি এর মাধ্যমে । দেরি না করে ডাউনলোড করতে এখানে যান
আমার কাছে যে অ্যাড-অন গুলো ভালো লেগেছে সেগুলোর মধ্যে থেকে কয়েকটির নাম আজকে জানালাম। এটি সম্পূর্ণই আমার নিজের পছন্দ । তাই আপনাদের অনুরোধ করব এই পেজ এ গিয়ে নিজের ইচ্ছা মত অ্যাড-অন , থিম ও অন্যান্য বিভাগ গুলো থেকে আপনার পছন্দ মত জিনিস নিয়ে সাজিয়ে নিন আপনার ফায়ারফক্স কে।আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার একটুও কাজে লেগে থাকে, তাহলে কমেন্ট এর মাধ্যমে জানালে খুশি হব। আপনাদের কমেন্ট থেকেই আমরা উৎসাহ পাই।
{ Read More }


আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন!

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকের ই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি

কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?

1. প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।

2. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।

সিটি কর্পোরেশনের জন্য – ৯
ক্যান্টনমেন্ট – ৫
পৌরসভা – ২
পল্লী এলাকা - ১
পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
অন্যান্য – ৪

3. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড

4. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)

5. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।

বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল!

জানুন এবং সব্বাইকে জানান!

ধন্যবাদ ।
{ Read More }


এয়ারটেলে ইন্টারনেট ছাড়াই ফেসবুক!

airtel 150x150 এয়ারটেলে ইন্টারনেট ছাড়াই ফেসবুক!বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেট ছাড়াই ইউএসএসডির (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) মাধ্যমে ফেসবুক ব্যবহার চালু করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল।
কোনো ওয়েব ব্রাউজার বা জিপিআরএস ব্যবহার ছাড়াই ইউএসএসডির মাধ্যমে মুঠোফোনের মেনু থেকে ফেসবুক ব্যবহার করা যায়। আজ সোমবার এয়ারটেল কর্তৃপক্ষ ইউএসএসডির মাধ্যমে মুঠোফোনের মেনু থেকে ফেসবুক ব্যবহারের এ ঘোষণা দিয়েছে।
এয়ারটেল কর্তৃপক্ষ জানায়, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার করতে এয়ারটেল ব্যবহারকারীকে মুঠোফোন থেকে *fbk# (*৩২৫#) ডায়াল করতে হবে এবং ইউএসএসডি মেনু ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাবে। এ সেবা একদিন চালু রাখতে দুই টাকা খরচ হবে। যে কোন মুঠোফোন থেকে এ সেবাটি পাওয়া যাবে।
এ প্রসঙ্গে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ক্রিস টবিট জানিয়েছেন, গ্রাহকদের জন্য অভিনব ও সাশ্রয়ী সেবা দিতে বাংলাদেশে প্রথমবারের ইন্টারনেট ছাড়া মুঠোফোনে ফেসবুক ব্যবহারের সেবাটি চালু হচ্ছে।
তথ্যসূত্রঃ প্রথমআলো

{ Read More }


গুগল ক্রোম এর Cookie Injector ব্যাবহার করে সহজেই নিয়ে নিন যে কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট

This summary is not available. Please click here to view the post.
{ Read More }


ডাউনলোড করুন Duplicate File Remover 3.2.1241 Build 33

আপনাদের জন্য নিয়ে আসলাম আজ একটি ডুপলিকেট ফািইল রিমুভার, কি সহ। এর মাধ্যমে আমাদের পিসি তে জমা হওয়া ডুপলিকেট ফাইল ডিলিট করতে পারবেন, আর আপনার পিসি হবে দ্রুত এবং হর্ডিডিস্কের যায়গা রক্ষা হবে। এর মাধ্যমে যেসকল ফরম্যাটের ডুপলিকেট ফাইল ডিলিট করবে তা হলো -
ext, binary, music, video or images. (MP3, OGG/Vorbis, WMA), : “Artist”, “Album”, “Title” and “Comment”. ইত্যাদি। Duplicate File Remover 2 ডাউনলোড করুন Duplicate File Remover 
3.2.1241 Build 33
বি:দ্র: অনেক এন্টি ভাইরাস keygen ফাইল কে ভাইরাস হিসেবে ধরতে পারে,তাই এন্টিভাইরাস ডিজেবল করে নিন।
ধন্যবাদ।

{ Read More }


বিরক্তিকর অ্যাড/বিজ্ঞাপন ব্লক করুন খুব সহজেই

আমরা তাই অনেকে হয়তো অ্যাড ব্লক করার বিভিন্ন অ্যাড অন্স ব্যবহার করে থাকি। কিন্তু কাজ করে না বলে … বাদ দিয়ে দেই।
কিন্তু আজকে আমি আপনাদের কে দুটি অ্যাড অন্স ব্যবহার করার পরামর্শ দিব।
noadds বিরক্তিকর অ্যাড/বিজ্ঞাপন ব্লক করুন খুব সহজেই
মারাত্মক জিনিস । কাজ করতে বাধ্য ।
চলুন দেখি কিভাবে এটা করা সম্ভব।
প্রথমে <<এখান>> থেকে ১ম
অ্যান্ড <<এখান>> থেকে ২য় টি ডাউনলোড করে নিন।
এখানে মজিলা এবং গুগল ক্রোম দুইটার জন্যই আছে।
মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করার যন্ত্রণা শেষ।
এটি আরও অনেক সাইট এ কাজ করে।
অ্যাডফ্লাই এও কাজ করে।
ধন্যবাদ সবাইকে

{ Read More }


মোবাইল চোরদের দিন শেষের পথে

IMEI 150x147 মোবাইল চোরদের দিন শেষের পথেমোবাইল চোরদের সুদিন ফুরিয়ে আসছে খুব শিঘ্রই কারণ মোবাইল হ্যান্ডসেট চুরি প্রতিরোধে চালু হতে যাচ্ছে International Mobile Equipment Identity (IMEI) নম্বর শনাক্তকরণ ব্যবস্থা। এ জন্য প্রত্যেক গ্রাহকের হ্যান্ডসেটের IMEI নম্বর নিবন্ধনের বিষয়ে সেলফোন অপারেটরদের প্রতি নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)।ফলে নকল হ্যান্ডসেটের বিক্রিও বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রতিটি হ্যান্ডসেটে ১৫ সংখ্যার একটি নম্বর থাকে, যা IMEI নামে পরিচিত। হ্যান্ডসেটে *#০৬# পরপর চাপলে আইএমইআই নম্বর জানা যায়।এক হ্যান্ডসেটের আইএমইআই নম্বর অন্য হ্যান্ডসেটের আইএমইআই নম্বর থেকে সম্পূর্ণ আলাদা। বর্তমানে আইএমইআই নম্বর নিবন্ধিত না হওয়ায় চুরি হলে হ্যান্ডসেট উদ্ধারে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। তা ছাড়া সেলফোনের মাধ্যমে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্তকরণ ও হ্যান্ডসেট চুরি বা ছিনতাই রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করতে যাচ্ছে বিটিআরসি। এনইআইআর বাস্তবায়ন করা হলে প্রতিটি গ্রাহকের ফোন কলের সঙ্গে তার ফোন নম্বর, হ্যান্ডসেটের মডেল নম্বর ও আইএমইআই নম্বরও অপারেটরের সার্ভারে যাবে।ফলে সিম কার্ড বদলে ফেলা হলেও হ্যান্ডসেটের তথ্যের মাধ্যমে চুরি হওয়া হ্যান্ডসেট উদ্ধার বা অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে। এ ছাড়া এনইআইআরকে সিইআইআর (সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) ও টিআইএর (টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন) সঙ্গে যুক্ত করা হবে। ফলে আন্তর্জাতিকভাবে হ্যান্ডসেট শনাক্তকরণের সুবিধা পাওয়া যাবে। এ প্রক্রিয়াশেষে চূড়ান্ত নির্দেশনা জারি করবে বিটিআরসি।নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সেলফোন অপারেটরকেই এনইআইআর স্থাপন করতে হবে। পাশাপাশি দেশের সব হ্যান্ডসেটের আইএমইআই নম্বর দিয়ে ডাটাবেজ তৈরির নির্দেশনা দিতে যাচ্ছে বিটিআরসি। এর মাধ্যমে হ্যান্ডসেট চুরি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিটিআরসি। এটি স্থাপন করা হলে আইএমইআই নম্বরবিহীন হ্যান্ডসেটের মাধ্যমে ফোন করা হলে তা বন্ধ করে দেয়া যাবে। আর নিবন্ধিত আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেট চুরি হলে তা সহজেই উদ্ধার করা সম্ভব হবে।
{ Read More }


IconIconIconFollow Me on Pinterest