এয়ারটেলে ইন্টারনেট ছাড়াই ফেসবুক!

airtel 150x150 এয়ারটেলে ইন্টারনেট ছাড়াই ফেসবুক!বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেট ছাড়াই ইউএসএসডির (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) মাধ্যমে ফেসবুক ব্যবহার চালু করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল।
কোনো ওয়েব ব্রাউজার বা জিপিআরএস ব্যবহার ছাড়াই ইউএসএসডির মাধ্যমে মুঠোফোনের মেনু থেকে ফেসবুক ব্যবহার করা যায়। আজ সোমবার এয়ারটেল কর্তৃপক্ষ ইউএসএসডির মাধ্যমে মুঠোফোনের মেনু থেকে ফেসবুক ব্যবহারের এ ঘোষণা দিয়েছে।
এয়ারটেল কর্তৃপক্ষ জানায়, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার করতে এয়ারটেল ব্যবহারকারীকে মুঠোফোন থেকে *fbk# (*৩২৫#) ডায়াল করতে হবে এবং ইউএসএসডি মেনু ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাবে। এ সেবা একদিন চালু রাখতে দুই টাকা খরচ হবে। যে কোন মুঠোফোন থেকে এ সেবাটি পাওয়া যাবে।
এ প্রসঙ্গে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ক্রিস টবিট জানিয়েছেন, গ্রাহকদের জন্য অভিনব ও সাশ্রয়ী সেবা দিতে বাংলাদেশে প্রথমবারের ইন্টারনেট ছাড়া মুঠোফোনে ফেসবুক ব্যবহারের সেবাটি চালু হচ্ছে।
তথ্যসূত্রঃ প্রথমআলো


Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest