জিমেইল থেকেই ভিডিও কল

image_10098_0
জিমেইল থেকেই ফ্রি ভিডিও কল সুবিধা দিচ্ছে গুগল। ফলে এখন থেকে জিমেইল থেকে সর্বোচ্চ নয় জনের সাথে ভিডিও চ্যাট করা যাবে। এ জন্য গুগল অ্যাকাউন্টের বাম পাশের জিটক পেনের একেবারে বাম পাশের ভিডিও আইকন ‘হ্যাঙআউট’ এর ওপর ক্লিক করতে হবে।
এর পর নিতুন একটি উইন্ডোতে পপ-আপ এর মতো গুগল প্লাসের বন্ধুদের লিস্ট দেখাবে। এখান থেকে বন্ধুকে ভিডিও চ্যাটের জন্য আহ্বান জানানো যাবে। গুগল প্লাস সার্কেলে কেউ না থাকলেও জিমেইল আইডির মাধ্যমে ভিডিও চ্যাটের জন্য আমন্ত্রণ জানানো যাবে।
হ্যাংআউট অন এয়ার ফিচার ব্যবহার না করেও ইউটিউব অ্যাকাউন্ট যাচাইয়ের মাধ্যমেও এই সুবিধা উপোভোগ করা যাবে। একই সাথে ভিডিও ইউটিউবে ইচ্ছেমতো চ্যাট করা যাবে পরিচিত বন্ধুদের সাথে।
যখন হ্যাংআউট চালু হবে তখন ব্যবহারকারীরা স্ক্রিণের মাঝে অন্যান্য গ্রুপ সদস্যদের দেখতে পাবেন। আর যখন ভিডিও চ্যাট শুরু হবে তখন অপরপ্রান্তে থাকা ব্যক্তির ছবিটি উপরে উঠে যাবে।
শুধু কি তাই, সচিত্র এ আলাপনের সময় যেন ব্যবহারকারীরা একে অপরের সাথে কৌতুক করতে পারেন সে জন্য এখানে জুড়ে দেয়া হয়েছে ভার্চুয়াল টেবিল টেনিসের ছবি এবং শব্দ।   জিমেইল থেকেই ফ্রি ভিডিও কল সুবিধা দিচ্ছে গুগল। ফলে এখন থেকে জিমেইল থেকে সর্বোচ্চ নয় জনের সাথে ভিডিও চ্যাট করা যাবে। এ জন্য গুগল অ্যাকাউন্টের বাম পাশের জিটক পেনের একেবারে বাম পাশের ভিডিও আইকন ‘হ্যাঙআউট’ এর ওপর ক্লিক করতে হবে।
এর পর নিতুন একটি উইন্ডোতে পপ-আপ এর মতো গুগল প্লাসের বন্ধুদের লিস্ট দেখাবে। এখান থেকে বন্ধুকে ভিডিও চ্যাটের জন্য আহ্বান জানানো যাবে। গুগল প্লাস সার্কেলে কেউ না থাকলেও জিমেইল আইডির মাধ্যমে ভিডিও চ্যাটের জন্য আমন্ত্রণ জানানো যাবে।
হ্যাংআউট অন এয়ার ফিচার ব্যবহার না করেও ইউটিউব অ্যাকাউন্ট যাচাইয়ের মাধ্যমেও এই সুবিধা উপোভোগ করা যাবে। একই সাথে ভিডিও ইউটিউবে ইচ্ছেমতো চ্যাট করা যাবে পরিচিত বন্ধুদের সাথে।
যখন হ্যাংআউট চালু হবে তখন ব্যবহারকারীরা স্ক্রিণের মাঝে অন্যান্য গ্রুপ সদস্যদের দেখতে পাবেন। আর যখন ভিডিও চ্যাট শুরু হবে তখন অপরপ্রান্তে থাকা ব্যক্তির ছবিটি উপরে উঠে যাবে।
শুধু কি তাই, সচিত্র এ আলাপনের সময় যেন ব্যবহারকারীরা একে অপরের সাথে কৌতুক করতে পারেন সে জন্য এখানে জুড়ে দেয়া হয়েছে ভার্চুয়াল টেবিল টেনিসের ছবি এবং শব্দ।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest