নোটপ্যাড দিয়ে বানিয়ে নিন ম্যাট্রিক্স ইফেক্ট



matrix effect নোটপ্যাড দিয়ে বানিয়ে নিন ম্যাট্রিক্স ইফেক্ট
ম্যাট্রিক্স ছবিটি দেখেননি এরকম মুভি কম্পিউটার ব্যবহারকারী খুঁজে পাওয়া কঠিনই বটে। আবার এই ম্যাট্রিক্স মুভিটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে কম্পিউটার গেমও। আমরা বিভিন্ন যায়গায় এই ম্যাট্রিক্স এর এফেক্টটি দেখতে পাই। আজ আপনাদের কে শিখাবো Notepad দিয়ে এই ম্যাট্রিক্স ইফেক্ট দেওয়া যায়। প্রথমে Notepad চালু করে এই লেখা গুলো পেস্ট করেন-
@echo off
color 02
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start
এইবার ফাইলটিকে matrix.bat নামে সেইভ করুন। এইবার আপনার সেইভ কারা ফাইলটি ওপেন করে দেখেন কি ঘটে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest