কোন ড্রাইভে কোন ফল্ডার কে আমরা সুরক্ষিত রাখতে চাইলে সাধারণত ফোল্ডারটি
হাইড করে রাখি। কিন্তু হাইড করলে ই ফোল্ডার সুরক্ণিত থাকে না। আমি একটি
সহজ উপায় নিচে দেখালাম, পছন্দ হয় কিনা?
মনেকরি, আপনার কম্পিউটার এর D ড্রাইভে Important নামে একটি ফোল্ডার আছে যেটি আপনি সুরক্ষিত রাখতে চান। তাহলে নোটপ্যাড ওপেন করে নিচের কোড টাইপ করুন….
ren important important .{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} এবং সেভ এস করুন D ড্রাইভে lock.bat নামে। এখন lock ফাইলটিতে ডাবল ক্লিক করলে আপনার কাঙ্খিত ফোল্ডারটি লক হয়ে যাবে।

এবার ফোল্ডারটি আনলক করতে নিচের কোডটি টাইপ করুন…
এখানে একটা ব্যপার খেয়াল রাখতে হবে যে ড্রাইভের ফোল্ডার লক/আনলক করতে চান সে ড্রাইভে lock/unlock ফাইলটি রাখতে হবে। লক করার পর এ দুটি ফাইল অন্যত্র সরিয়ে রাখুন। ধন্যবাদ।
মনেকরি, আপনার কম্পিউটার এর D ড্রাইভে Important নামে একটি ফোল্ডার আছে যেটি আপনি সুরক্ষিত রাখতে চান। তাহলে নোটপ্যাড ওপেন করে নিচের কোড টাইপ করুন….
ren important important .{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} এবং সেভ এস করুন D ড্রাইভে lock.bat নামে। এখন lock ফাইলটিতে ডাবল ক্লিক করলে আপনার কাঙ্খিত ফোল্ডারটি লক হয়ে যাবে।
এবার ফোল্ডারটি আনলক করতে নিচের কোডটি টাইপ করুন…
ren important.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} importantএবং সেভ এস করুন D ড্রাইভে unlock.bat নামে। এখন এতে ডাবল ক্লিক করলে ফোল্ডারটি আনলক হয়ে যাবে।
এখানে একটা ব্যপার খেয়াল রাখতে হবে যে ড্রাইভের ফোল্ডার লক/আনলক করতে চান সে ড্রাইভে lock/unlock ফাইলটি রাখতে হবে। লক করার পর এ দুটি ফাইল অন্যত্র সরিয়ে রাখুন। ধন্যবাদ।