ইমেজ ফাইল থেকে সহজেই টেক্সট উদ্ধার করুন অনলাইনে।

আজ ছোট একটি টিপস শেয়ার করব হয়তো অনেকেই জানেন। এই টিপসটি যারা ফ্রিলাঞ্চার তাদেরসহ সবার কাজে লাগবে। অনেক বায়ার এই কাজটি করতে পোস্ট করে ফ্রিলাঞ্ছিং ওয়েবসাইট গুলোতে কারন তাদের এই ছোট কাজটি করার ধৈর্য বা সময় থাকে না।
এখন আসল কথাতে আসি । কিভাবে একটি ছবিতে লিখা টেক্সট কে বের করে নিয়ে আসবেন সেটা বলব।

OCR টেকনোলজি দ্বারা আপনি সহজেই ইমেজ ফাইল বা এডিটেবল ফাইল থেকে টেক্সট উদ্ধার করতে পারবেন।
যেমন: PDF,GIF, BMP, JPEG ইত্যাদি ফরমেট ফাইলগুলো থেকে OCR convert করে সহজেই সে ফাইলের টেক্সটগুলো উদ্ধার করতে পারবেন।
এই কাজ’টি এখন অনলাইনে ফ্রী সম্পাদন করতে পারেন।
এর জন্য প্রথমে: www.ocrconvert.com সাইটি’তে প্রবেশ করে Input এ ক্লিক করে আপনার ইমেজ ফাইল’টি দেখিয়ে দিন।
Output থেকে প্রসেসে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন তারপর লিঙ্ক’টি খুললেই আপনার ফাইলের টেক্সটগুলো পেয়ে যাবেন।
তবে মনে রাখবেন এটি’তে বাংলা সাপোর্ট করে না।
আপনি ইংরেজী ফাইলগুলো সহজেই সম্পাদন করতে পারবেন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest