স্কাইপি তে কথা তো বলেন, কল রেকর্ডিং করতে পারেন?

বর্তমান ইন্টারনেটের যুগে আমরা ইন্টারনেটের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। প্রায় সকল কাজেই আমাদের ইন্টারনেট না হলে চলে না। তেমনি বর্তমানে ফ্রি কথা বলার ক্ষেত্রে স্কাইপি এর তুলনা নাই।

স্কাইপি দিয়ে, আমরা ভয়েস চ্যাট, এস,এম,এস চ্যাট সহ ভিডিও চ্যাট ও করতে পারি। কিন্তু স্কাইপি দিয়ে আপনি কলরেকর্ড করতে পারেন? হ্যাঁ অনেকে পারেন আবার অনেকে পারেন না, তাই যারা না পারেন আমি তাদের জন্য একটি সফটওয়ার এর লিংক দিলাম এটি প্রথমে ডাউনলোড করে ইন্সটল করুন প্রথমবার ওপেন করার সময় এটি Skype থেকে অথরাইজেশন চাইবে তা করে দিলেই শুরু করতে পারবেন কল রেকডিং । তাহলে আর দেরী না করে এক্ষুনি এখান থেকে ডাউনলোড করে নিন। ও হ্যা আরো জেনে নিন এটির সাহায্যে কি কি করতে পারবেন ঃ
. যেকোন এক প্রান্ত বা উভয় প্রান্তের সাউন্ড রেকডিং ।
. ম্যানুয়াল বা অটোমেটিক কল রেকডিং ।
. কল রেকডিং mp3 ফরম্যাটে করা যায় ।
. এতে রেকডিং প্লে করতে বিল্টইন প্লেয়ার আছে ।
. এটি Skype-টু-Skype কল, SkypeOut অথবা SkypeIn calls, Conference কল ইত্যাদি রেকর্ড করতে পারে ।
আর মনে রাখবেন এটি শুধু উইন্ডোজ সেভেন এবং ভিস্তা তে কাজ করবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest