এমন কোন পিসি ইউজার নাই যিনি পিসির
পারফরম্যান্স নিয়ে চিন্তিত নই। প্রত্যেকের আশা থাকে পিসির পারফরম্যান্স ভাল
থাকুক ও কিভাবে পিসির গতি বৃদ্ধি স্বাভাবিক রাখা যায় তার বিভিন্ন টপিস
অনুসরন করে থাকি।
তবে পিসির পারফরম্যান্স ভাল আছে কিংবা মন্দ আছে তা জানার জন্য পিসিতে অনেকেই নানা বিধ থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে থাকি যেমন-Piriform speccy, Tuneup Utilities, PC health Generator ইত্যাদি
আজ
আমি আপনাদেরকে এমন একটি ইউটিলিটির সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনার
পিসির প্রতিটি পাটর্সের খবরদারী করবে। এই Utility Software টির নাম
Passmark Performance Test. মুলত Advance PC Builder দের জন্য অসাধারণ
একটি টুলস্।
এটার মাধ্যমে Test করুন আপনার কম্পিউটারের সকল হার্ডওয়্যারের Performance, জেনে নিন আপনার পিসির কোন সেক্টরটি অধিকতর দূর্বল ও ড্যামেজ হয়ে আছে। পাশাপাশি আপনার হার্ডওয়্যারের compare করুন বাজারের অন্যান্য ব্রান্ড এর সাথে। সফটওয়্যারটি ইনষ্টল করা লাগবেনা। পোর্টএবল করে দিয়েছি।
একটি তথ্যর সার সংক্ষেপ-
উপরে
Utility Software টির নাম Passmark Performance Test. বলেছি। আসলে
Passmark এর সাথে পিসি ইউজার সবাই কম-বেশী সুপরিচিত। এটি মূলত হার্ডওয়্যার
চেকিংকারী প্রতিষ্ঠান ও এন্টিভাইরাস কোম্পানী গুলোর ই.এম.ই সনদ প্রদান
করে থাকে। মূলত এন্টিভাইরাস সেক্টরেই এই প্রতিষ্ঠানটি বেশী কাজ করে থাকে।
বাজারে এন্টিভাইরাস বাজারজাত করবার পূর্বে অনেক এন্টিভাইরাস ভেন্ডর
Passmark.com এর মাধ্যমে যাচাই করে নেন ও অনুমতি হিসাবে একটি সনদ গ্রহন করে
থাকেন। বর্তমানে প্রায় প্রতিটি এন্টিভাইরাস প্যাকেটে দেখবেন যে, সেখানে
Passmark Performance Test উল্লেখ করা থাকে। এবং এই ইউটিলিটিও Passmark.com
এর নিজস্ব তত্তাবধানে তৈরি।
৩. DirectX8.1, DirectX9 and animation; ইত্যাদি 3D গ্রাফিক্স টেস্ট করতে পারবেন।
৪. হার্ড ডিক্স এর জন্য টেস্ট সমুহ যেমন- reading, writing, and search on the disk ইত্যাদি করতে পারবেন।
৫. RAM এর Allocation, গতি, এবং কর্মক্ষমতা মূল্যায়ন করতে পারবেন।
৬. CD / DVD ড্রাইব এর Speed টেস্ট করতে পারবেন
৭. মার্ডারবোর্ডের পারফরম্যান্সের ফলাফল সহ আরো অনেক কিছু জানতে পারবেন।
তবে পিসির পারফরম্যান্স ভাল আছে কিংবা মন্দ আছে তা জানার জন্য পিসিতে অনেকেই নানা বিধ থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে থাকি যেমন-Piriform speccy, Tuneup Utilities, PC health Generator ইত্যাদি
এটার মাধ্যমে Test করুন আপনার কম্পিউটারের সকল হার্ডওয়্যারের Performance, জেনে নিন আপনার পিসির কোন সেক্টরটি অধিকতর দূর্বল ও ড্যামেজ হয়ে আছে। পাশাপাশি আপনার হার্ডওয়্যারের compare করুন বাজারের অন্যান্য ব্রান্ড এর সাথে। সফটওয়্যারটি ইনষ্টল করা লাগবেনা। পোর্টএবল করে দিয়েছি।
একটি তথ্যর সার সংক্ষেপ-
সফটওয়্যারটি ইনষ্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-
একনজরে দেখে নিই এই ইউটিলিটির ব্যবহারের মাধ্যমে কি কি জানা যাবে?
১. প্রসেসরের গাণিতিক ক্যালকুলেশন করতে পারবেন, যেমন- compression, encryption, MMX/SSE, instructions 3DNow! ইত্যাদি ।
২. 2D গ্রাফিক্স টেস্ট সমুহ যেমন- sketching/drawing, bitmap/bitmap
matrix/bitmap fonts, text and graphic elements ইত্যাদি করতে পারবেন।৩. DirectX8.1, DirectX9 and animation; ইত্যাদি 3D গ্রাফিক্স টেস্ট করতে পারবেন।
৪. হার্ড ডিক্স এর জন্য টেস্ট সমুহ যেমন- reading, writing, and search on the disk ইত্যাদি করতে পারবেন।
৫. RAM এর Allocation, গতি, এবং কর্মক্ষমতা মূল্যায়ন করতে পারবেন।
৬. CD / DVD ড্রাইব এর Speed টেস্ট করতে পারবেন
৭. মার্ডারবোর্ডের পারফরম্যান্সের ফলাফল সহ আরো অনেক কিছু জানতে পারবেন।
ডাউনলোড করতে আমার লিংকটি অনুসরন করলেই হবে। মাত্র ১৩ মেগাবাইটের ফাইল।
এই লিংক থেকে: Download Link