—–আপনার নোকিয়া মোবাইলটি আসলে কোনদেশে তৈরি???
আসল নাকি নকল !!!বিরক্তহবেনা বা যারা এটা জানেন,তারা অন্যকেজানারসুযোগ সৃষ্টিকরে দিন। এটা এই জন্যই বলছি,কারন এইপোস্টটি আপনারা ইতিপূর্বে ফেইসবুকের বাংলা যেকোনো পেইজের কল্যাণে জানতেওপারেন।জানার কোন শেষ নাই, তাই আপনি এইপোস্টটি আগে থেকে জানলে অন্যকে জানানোরদায়িত্ব নিন।
যেভাবে কাজটি করবেনঃ-১.প্রথমে আপনার N0kia মোবাইল এ*#০৬#চেপে IMEI নাম্বার বের করুন।(কাগজে অথবা প্যাড এ টুকে রাখুন)২.এখানে ৭ম এবং ৮ম নাম্বারটি দ্বারা আপনি জানতে পারবেন মোবাইলটা কোন দেশের তৈরী।
** নাম্বার দুইটা যদি 00 হয় তাহলে বুঝবেনএই মোবাইলটা অরিজিনালনোকিয়া সেন্টারের।
**নাম্বার দুইটা যদি 10, 70, 91 বা 01,07, 19হয় তাহলে বুঝবেন এটা ফিনল্যান্ডের তৈরি।
**02 বা 20 হলে বুঝবেনএটা জার্মানি বা আরবআমিরাতের।
**30 বা 03 হলে কোরিয়ার।
** 40 বা 04 হলে চায়নার।
** 50 বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের।
** 60 বা 06 হলে হংকং বা ম্যাক্সিকোর।
**80 বা 08 হলে হাঙ্গেরি।
** 13 বা 31 হলে এটি আজারবাইজানেরতৈরি।
এবার বের করে ফেলুন আপনার N0kia ডিভাইসটি কোন দেশের তৈরি!!!আর নতুন যারা কিনবেন তারা কেনার সময়দেখে নিনআপনাকে যেটা দেওয়া হচ্ছে সেটা কোনদেশে তৈরি করা হয়েছিল!!!