কিভাবে ফেসবুক টাইমলাইন থেকে পুরাতন প্রোফাইলে ফেরত আসবেন?

পুরাতন ফটো, স্মরণীয় পোস্ট ও অ্যাপ্লিকেশন বন্ধুদের সাথে শেয়ার করার সবচেয়ে গ্রেট উপায় হচ্ছে ফেসবুক টাইমলাইন ।
পুরাতন প্রোফাইলকে সম্পূর্ণরূপে নতুন এক আকর্ষণীয় লুক দিতে টাইমলাইনের যেমন রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা তেমনি এর প্রতি এলার্জিও রয়েছে অনেকের , তবে, একবার ফেসবুক টাইমলাইন একটিভেট করলে পুনরায় পুরাতন প্রোফাইলে ফিরে আসা যাবেনা এ ধারনা ভুল। আজ আমরা দেখব কিভাবে ফেসবুক টাইমলাইন চিরতরে ডিলিট করে দিয়ে পুরাতন প্রোফাইলে ফিরে আসা যায়।

১) প্রথমে এই লিঙ্কে (ফেসবুক ডেভলপার) বা https://developers.facebook.com/apps এই ঠিকানায় যান।
২) পাসওয়ার্ড দিতে বললে পাসওয়ার্ড দিন।
৩) বামপাশে আপনার অ্যাপ্লাই করা অ্যাপ্লিকেশনগুলি শো করবে। ফেসবুক টাইমলাইনের জন্য যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করেছিলেন সেটিতে ক্লিক করুন।
undefined
৪) এবার ডানপাশের Edit settings এ ক্লিক করুন।
৫) এখানে বামপাশে দেখুন Related Links নামে একটি অপশনের অধিনে আরও কিছু অপশন শো করছে। সবার নিচের Delete App এ ক্লিক করুন।
৬) সফলভাবে অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গেলে আপনি আপনার পুরাতন ফেসবুক প্রোফাইল ফেরত পাবেন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest