আপনার উইন্ডোজ7 এ আরও 5টি থিম আছে! সেটা আপনি জানেন?


Windows explorer এর যে কোন একটি window ওপেন করুন এবং উপরের বামপাশের Organize tab এ ক্লিক করুন। এবার drop-down মেনু হতে Folder and Search Options টি সিলেক্ট করুন । View tab ক্লিক করে “Show Hidden Files and Folders” এই অপশনটি select করে OK করুন। আবার Windows explorer এর যে কোন একটি window ওপেন করুন এবং address bar এ নীচের বোল্ড করা লেখাটুকু কপি করে পেস্ট করুন এবং এন্টার করুন।
\Windows\globalization\MCT\
এখন যে উইন্ডোটি ওপেন হবে এতে ৫টি different folder আছে প্রতিটি ফোল্ডারে একটি করে থিম বিদ্যমান । থিম গুলো ইনস্টল করার জন্য থিম ফোল্ডারে ঢুকে থিম আইকনে ডাবল ক্লিক করুন এবং এবং নতুন 5টি থিম উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest