Windows explorer এর যে কোন একটি window ওপেন করুন এবং উপরের বামপাশের Organize tab এ ক্লিক করুন। এবার drop-down মেনু হতে Folder and Search Options টি সিলেক্ট করুন । View tab ক্লিক করে “Show Hidden Files and Folders” এই অপশনটি select করে OK করুন। আবার Windows explorer এর যে কোন একটি window ওপেন করুন এবং address bar এ নীচের বোল্ড করা লেখাটুকু কপি করে পেস্ট করুন এবং এন্টার করুন।
\Windows\globalization\MCT\
এখন যে উইন্ডোটি ওপেন হবে এতে ৫টি different folder আছে প্রতিটি ফোল্ডারে একটি করে থিম বিদ্যমান । থিম গুলো ইনস্টল করার জন্য থিম ফোল্ডারে ঢুকে থিম আইকনে ডাবল ক্লিক করুন এবং এবং নতুন 5টি থিম উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।