আপনাদের এই টিউনে জানাতে চাই যে এটি একটি ভ্রান্ত ধারনা। ওয়ার্ড এবং এক্সেল ২০১০-এ সরাসরি স্কান্ করা ইমেজ প্রবেশ (insert) করানো যায়। আসুন তাহলে দেখি কি ভাবে এটি করা যায়;
প্রথমেই এমএস ওয়ার্ড ওপেন করুন এবং আপনার কীবোর্ডের “Alt”-বাটন চাপুন। এরপর যথাক্রমে আপনার কীবোর্ডে চাপুন “I”, “P” এবং “S” বাটন। দেখবেন যে “Insert Picture from Scanner or Camera” নামে একটি উইনডো ওপেন হয়েছে। আপনার স্কান্যার নির্বাচন করুন। ক্লিক করুন "Custom Insert" । ব্যাস, এইবার স্কান্ ক্লিক করুন এবং হয়ে গেল the unthinkable।
নিচের স্ক্রীনশট গুলো দেয়া হল;
তবে লক্ষ্য রাখবেন, আপনার স্কান্যারের ড্রাইভার যেন সঠিক ভাবে ইন্সটল্ দেয়া থাকে। ইমেজ crop করার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
একই ভাবে এক্সেল ২০১০-ও ইমেজ সরাসরি স্কান করা ইমেজ ইন্সারট্ করা যায়।
আশা করি বুঝতে পেড়েছেন, সমস্যায় হলে করে মন্তব্য করতে ভুলবেন না যেন। এটি টেকটিউনসে আমার প্রথম পোস্ট। তাই কোন ভুল হলে আগেই ক্ষমা ছেয়ে নিচ্ছি।