ইন্টারনেট ছারাই Window 7/Vista/XP আপডেট করুন
- আপনার Pen Drive টি নিয়ে কোন বন্ধু অথবা সাইবার ক্যাফ গিয়ে ডাউনলোড করে নিন auto patcher টি http://www.softpedia.com/get/System/OS-Enhancements/AutoPatcher-Updater.shtml
- ডাউনলোড হয়ে গেলে ওপেন করে ইন্সটল করে চালু করুন এটি
- এখন এটি আপনাকে আপনার উইন্ডোজ বেছে নেবার অপশন দিবে যে কোন একটি সিলেক্ট করে Next দিন
- এবার আপনার উইন্ডোজ এর 32-bit অথবা 64-bit যেটি সাপরত করে সেটি সিলেক্ট করুন। তারপরে Next দিন
- এখন updates ফাইল গুলোর লিস্ট দেখানে আপনাকে।
- লিস্ট এর সব কিছু সিলেক্ট করে Download এ ক্লিক করুন
- এবার ডাউনলোড শেষ হলে ফাইল টি copy/paste করুন আপনার পেন ড্রাইভে
- এবার আপনার বাসায় গিয়ে পেন ড্রাইভ খুলে নিজের পিসিতে উইন্ডোজ এর আপডেট টি ইন্সটল করে নিন।