ইন্টারনেট ছাড়ায় আপডেট করুন আপনার Window 7/Vista/XP অপারেটিং সিস্টেম

windows 7 258x300 ইন্টারনেট ছাড়ায় আপডেট করুন আপনার Window 7/Vista/XP অপারেটিং সিস্টেমমাইক্রোসফট প্রায়ই নিরাপত্তা এবং অন্যান্য সুবিধার জন্য windows এর আপডেট ছাড়ে। উইন্ডোজ এর এই সকল আপডেট গুলো ছাড়া হয় উইন্ডোজ এর বিভিন্ন প্রকার বাগ ফিক্স করার জন্য। এই আপডেট নিতে আমাদের ইন্টারনেট থাকতে হয় পিসিতে। আজকে আমরা দেখবো কিভাবে ইন্টারনেট কানেকশন ছারায় আমরা আপডেট এর সুবিধা ভোগ করব। এটি করে আপনি microsoft থেকে সরাসরি আপডেট করতে পারবেন না, এজন্য আপনাকে একটা তৃতীয় পক্ষের utility যার নাম Autopatcher ব্যবহার করতে হবে।
AutoPacher দিয়ে আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারবেন এবং অফলাইন installation করে আপনার উইন্ডোজ টি আপডেট করে নিতে পারেন।
ইন্টারনেট ছারাই Window 7/Vista/XP আপডেট করুন
  • ডাউনলোড হয়ে গেলে ওপেন করে ইন্সটল করে চালু করুন এটি
  • এখন এটি আপনাকে আপনার উইন্ডোজ বেছে নেবার অপশন দিবে যে কোন একটি সিলেক্ট করে Next দিন
  • এবার আপনার উইন্ডোজ এর 32-bit অথবা 64-bit যেটি সাপরত করে সেটি সিলেক্ট করুন। তারপরে Next দিন
  • এখন updates ফাইল গুলোর লিস্ট দেখানে আপনাকে।
  • লিস্ট এর সব কিছু সিলেক্ট করে Download এ ক্লিক করুন
  • এবার ডাউনলোড শেষ হলে ফাইল টি copy/paste করুন আপনার পেন ড্রাইভে
  • এবার আপনার বাসায় গিয়ে পেন ড্রাইভ খুলে নিজের পিসিতে উইন্ডোজ এর আপডেট টি ইন্সটল করে নিন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest