এবার নিয়ে নিন আপনার নিজস্ব একটি UK ফোন নম্বর (ফ্রি)

uk 300x150 এবার নিয়ে নিন আপনার নিজস্ব একটি UK ফোন নম্বর (ফ্রি)
কেমন হয় যদি আপনার একটি নিজস্ব UK ফোন নম্বর থাকে। আর আপনার বন্ধু আপনাকে ঐ নাম্বারে কল করলে কলটি আপনার মোবাইলে রিডাইরেক্ট হয়ে যাবে। তাহলে নিশ্চয় দারুন হয়।
তাই আজকেই নিয়ে নিন আপনার জন্য একটি ফ্রি UK ফোন নম্বর।
আর চমকে দিন আপনার বন্ধু বান্ধবদের।
এই মজার জিনিসটি (ফ্রি) করার জন্য আপনাকে যেতে হবে নিচের লিঙ্কে-
এবার Register লিঙ্কে ক্লিক করতে হবে। এবার Spikko Registration বাটনে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিন। এখানে অংশে Bangladesh সিলেক্ট করে আপনার মোবাইল নম্বরটি প্রথম শুন্যটি ছাড়াই লিখে দিন। অর্থাৎ ০১৭… এ জায়গায় ১৭… এভাবে লিখে দিতে হবে। এবার ক্যাপচা এন্ট্রিটি টাইপ করে দিন এবং Call Me বাটনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে UK থেকে একটি অটোমেটেড কল আসবে। এবার কলটি রিসিভ করে পিনকোডটি ঠিকমত শুনুন এবং Pincode বক্সে পিনকোডটি লিখে দিন এবং Finish Registration বাটনে ক্লিক করুন। তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার জন্য একটি UK নম্বর। নম্বরটি সংরক্ষণ করে রাখুন এবং আপনার বন্ধুকে বলুন কল করতে। আপনার বন্ধুটি চমকাবেই। গ্যারান্টিড।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest