একটি Skype দিয়ে ইচ্ছামত আইডি ওপেন করুন

skype 300x300 একটি Skype দিয়ে ইচ্ছামত আইডি ওপেন করুনআমরা জানি ইন্টারনেটে ভিডিও চ্যাট এর সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে স্কাইপি। বর্তমানে স্কাইপির মালিকানা সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের হাতে রয়েছে। আমরা সবাই কমবেশি স্কাইপি ইউজ করেছি। অনেকের একাধিক স্কাইপি একাউন্ট রয়েছে। কিন্তু সাধারণত একটি স্কাইপি সফটওয়্যার ব্যবহার করে একটি মাত্র একাউন্ট ব্যবহার করা সম্ভব। কিন্তু আজকে আপনাদের শেখাবো কিভাবে একটি মাত্র স্কাইপি সফটওয়্যার ব্যবহার করে একাধিক স্কাইপি একাউন্ট ব্যবহার করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে ডেস্কটপের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে New >> Shortcut সিলেক্ট করুন।
২। এবার নেক্সট করে যে বক্সটি আসবে সেখানে নিচের লেখাটি হুবহু কপি করে পেস্ট করুন।
“c:\program Files\Skype\Phone\Skype.exe” /secondary
৩। এবার নেক্সট করে যে কোন নাম দিয়ে ফিনিশ করুন।
তাহলে নতুন আসা স্কাইপি আইকনটি ব্যবহার করেও আপনি চাইলে অন্য স্কাইপি একাউন্ট ব্যবহার করতে পারবেন। এভাবে যত খুশি নতুন স্কাইপি শর্টকাট তৈরি করে একাধিক স্কাইপি একাউন্ট ব্যবহার করতে পারবেন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest