আপনি যতই টিপস, যত কিছু জানেন না কেন আপনার কম্পিউটারে ভাইরাস বা স্পাইওয়ার প্রবেশ করবেই।
তার ফলে আপনি কি করবেন? এ্যন্টি ভাইরাস দিয়ে স্কান করবেন। এর ফলে ভাইরাস ক্লিন হবে ঠিকই, কিন্তু কিছু জাঁদরেল ভাইরাসের কারনে আপনার সিস্টেম ফাইল হারাতে হবে। তখন দেখবেন কি মজা। আপনার উইন্ডোস ভাইরাস ফ্রি হলেও আপনি বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।
তার ফলে আপনি কি করবেন? এ্যন্টি ভাইরাস দিয়ে স্কান করবেন। এর ফলে ভাইরাস ক্লিন হবে ঠিকই, কিন্তু কিছু জাঁদরেল ভাইরাসের কারনে আপনার সিস্টেম ফাইল হারাতে হবে। তখন দেখবেন কি মজা। আপনার উইন্ডোস ভাইরাস ফ্রি হলেও আপনি বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ভাই চিন্তা নেই। আমি আছি না।
আপনাকে যা করতে হবে তা হল সিস্টেম রিপেয়ার। না ভাই আমি কোন কঠিন সিস্টেমের কথা বলছি না। এর নাম হলো sfc . এর কাজ হলো আপনার উইন্ডোসের ইনফেক্টেড ডাটা গুলোকে ডিলেট করে নতুন সিস্টেম ফাইল কপি করা।
এটি করলে আপনার কম্পিউটারের পারফরমেন্স অনেক বেড়ে যাবে। তাহলে আপনারা নিশ্চয়ই করবেন।
ওকে
এটি করতে হলে প্রথমে আপনার সিডি ড্রাইভে আপনার প্রিয় XP ডিস্কটি প্রবেশ
করান। এরপর Run ক্লিক করে cmd লিখুন এবং ok করুন। এবার টাইপ করুন
sfc/scannow এন্টার দিন। একটু অপেক্ষা করুন। ব্যস শেষ।