তৈরি করুন ডেস্কটপ এ Safely Remove Hardware সর্ট কার্ট আইকন

 আজকে জানবো কিভাবে আপনার অপারেটিং সিস্টেমে ডেস্কটপ এ Safely Remove Hardwareসর্ট কার্ট আইকন তৈরি করে, তা থেকে USB/Memory Cardসহ ইত্যাদি Safely Removeকরা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ডেস্কটপে মাউজ দিয়ে ডান ক্লিক করুন ও  New  সিলেক্ট করুন এবং  Shortcutঅপশন সিলেক্ট করে নিন,
এবার আপনি ব্রাউজ এর ঘরে নিচের এই লেখাটি ঠিক কপি করে পেস্ট করে দিন এবং Next ক্লিক করুন।
RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll
আপনি শুন্য ঘরে Safety Remove USB লিখে Finishক্লিক দিন। ব্যাস কাজ শেষ তৈরি হয়ে গেল Safety Remove USBর  ডেস্কটপ আইকন। এখন আপনি ঐ আইকনে ডাবল ক্লিক করলে Safely Removeকরতে পারবেন USB/Memory Cardসহ ইত্যাদি। এই পদ্ধতিটি Window 7/Vista and Window XPর জন্য প্রযোজ্য।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest