অনেকেই রয়েছেন যারা ইচ্ছা করলেও সখের পিসির পারফরমেন্স বাড়াতে পারেন
না। আর পিসির পারফরমেন্স বৃদ্ধি করতে র্যাম এর গুরুত্ব কি তা আর বলে
বুঝাতে হবে না। কিন্তু আপনি চাইলে আপনার পেনড্রাইভকে Ram হিসাবে ব্যবহার
করতে পারবেন। সেজন্য নিচের পদক্ষেপ অনুসরন করুন-
১। প্রথমে পেনড্রাইভটি কম্পিউটারে USB পোর্টে সংযুক্ত করুন। (অবশ্যই আপনার পেনড্রাইভটি ১ জিবি হতে হবে।)২। পেনড্রাইভটি সংযোগের দেয়ার পরে My Computer এর উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে Properties এ যান।
৩। এর পর Properties এর Advance Tab ক্লিক করুন।
৪। Performance Settings এ ক্লিক করে Advance এ যান।
৫। Virtual Memory এর Change ক্লিক করুন।
৬। সেখান থেকে পেনড্রাইভ সহ হার্ডডিক্সে সবকটি পাটিশন দেখা যাবে। সেখান থেকে আপনি পেনড্রাইভ সিলেক্ট করুন।
৭। Pen Drive সিলেক্ট করে Custom এ ক্লিক করুন।
৮। Maximum Size এ আপনার পেনড্রাইভ যত মেগাইবাইট সেটি লিখে দিন। ( যেমন ১ জিবি হলে ১০০০ মেগাবাইট)
৯। Initial Size এ আপনার পেনড্রাইভ ছাড়া একটু কম জায়গা লেখেন। ( ১জিবি হলে ৮০০ মেগাবাইট)
১০। তারপর আপনার কম্পিউটার রিস্টাট দিন।