
আপনারা
কি জানেন কম্পিউটার বন্ধ করার সময় ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা পেইজ
ফাইল মুছে ফেলে RAM এর গতি বাড়ানো যায়, এটা হয়ত অনেকেরি জানা নেই।
এজন্য প্রথমে start থেকে control panel-এ যান। এখান থেকে administrative
tools- এরপর local security policy আবার security settings আবার local
policies এরপর security options ঠিকানায় যান। এরপর ডান পাশের
shutdown:clear virtual memory page file অপশনে ডাবল ক্লিক করুন এবং অপশনটি
enable করে ok দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual
memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে & RAM এর গতি বাড়বে।
এভাবে আপনি আপনার কম্পিউটার এর গতি বাড়াতে পারেন।আশা করি এই টিপসটা সবার
কাজে লাগবে।