আপনার PC কে করে তুলুন আরও আকর্ষণীয় আইকন ব্যবহার করে।

সবাই নিজের কম্পিউটারকে একটু ভিন্ন রকম দেখতে পছন্দ করি। আসুন আইকন পরিবর্তন করি আর নিজের কম্পিউটারে আকর্ষণীয় এক পরিবর্তন আনি তাও আবার কোন সফটওয়্যার ছাড়া। কম্পিউটারের আইকন গুলো অনেক বোরিং তাই রঙ ঢালুন অথবা সাজিয়ে তুলুন আকর্ষণীয় আইকনে আপনার কম্পিউটার, কোন সফটওয়্যার ইন্সটল এর ঝামেলা ছাড়া। আর সাথেতো মনকাড়া আইকন গুলো আছেই।প্রথমেই আইকন গুলো ডাউনলোড করে নিন এখান থেকে। password= rahat
এরপর rar ফাইলটি Extract করুণ। তবেই পাবেন চোখ জুড়ানো আইকন গুলো। এখন যে ফোল্ডার এর আইকন পরিবর্তন করতে চান ঐ ফোল্ডার এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করি।
তারপর Properties > Customize > Change Icon > Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত আইকন গুলো যেখানে আছে সেই ফোল্ডার এ যান এবং একটি আইকন পছন্দ করুণ। এরপর Open > ok > Apply > ok ।ব্যাস মনের মত আইকন পরিবর্তন হয়ে গেলো।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest