মোবাইলের জন্য Java বই বানান ।

প্রথমে এই লিংক DOWNLOAD থেকে এই সপ্টওয়ারটা নামান । আপনি যেই লিখাটিকে বই বানাতে চাচ্ছেন সেটা অবশ্যই বিজয় অর্থাথ (sutanny MJ) হতে হবে । একটি TEXT ফাইল ওপেন করে পেস্ট করুন, সেইভ করার সময় ANSI ফরমেটে সেইভ করেন । এবার ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করে Shell নামের .EXE ফাইলটি ওপেন করুন । মেনু থেকে এড এ ক্লিক করে উল্লেখিত টেক্সট ফাইলটি ওপেন করুন । পন্ট থেকে (sutanny MJ) নির্বাচন করে দিন । তারপর আপনার যেভাবে ইচ্ছা, মোবাইলের জন্য সেভাবে কনফিগার করে নিতে পারেন । ফন্ট অপশনে মোবাইলের অনুযায়ী ভিউ করবে । স্ক্রিনশট গূলো দেখতে পারেন । শর্ট করে পেল্লাম ! মাপ করবেন পরীক্ষা চলতেছে, প্রয়োজনে পরে সময় নিয়ে আরও এডিট করে দিবো । যথারীতি মোবাইল (E71) থেকে ।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest