আপনাদের ধরিয়ে দিব একটি সুন্দর অ্যাড অনস। অনেক সময় আমাদের ওয়েব পেইজের
স্ক্রিনসট দেওয়ার দরকার পরে। আমরা অনেকেই জানি Ctrl+Ptint Screen দিয়ে
স্ক্রিনশট নেওয়া যায়। কিন্তু এতে শুধু কম্পিউটারের মনিটরে যতটুকু ছবি আসে
ততটুকু স্ক্রিনশট নেওয়া যায়। কিন্ত আপনার Firefox -এ যদি এই ছোট্ট সুন্দর
অ্যাড অনসটি যোগ হয়, তাহলে সহজেই ওয়েব পেইজের পুরো স্ক্রিনশট নেওয়া যাবে।
এজন্য আপনাকে প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করতে হবে
। তারপর Add to Firefox -এ ক্লিক করতে হবে। একটি নতুন উইনডো আসবে। সেখানে
Install Now -এ ক্লিক করতে হবে। ইনস্টল হবার পর ফায়ারফক্স Restart করতে
হবে । এরপর কোন ওয়েব পেইজে মাউসের Right Button ক্লিক করলেই দেখতে পারবেন
ScreenGrab নামে একটি অপশন যোগ হয়েছে । তারপর
ScreenGrab>Save>Complete Page/Frame -এ ক্লিক করে ছবিটি jpg/png
ফরমাটে সেভ করতে পারবেন।
[[{{((..******আরেকটা বিষয়! এই জিনিসটা যদি কারো উপকারে আসে তাহলে প্লিজ ধন্যবাদ বা Thank You লিখে একটা কমেন্ট করবেন******))}}]]
আর সময় থাকলে আমার ফেসবুক পেজ ও ব্লগ থেকে ঘুরে আসতে ভলবেন না…….
আমার ফেসবুক পেজ:- http://www.facebook.com/architectmehedi
[[{{((..******আরেকটা বিষয়! এই জিনিসটা যদি কারো উপকারে আসে তাহলে প্লিজ ধন্যবাদ বা Thank You লিখে একটা কমেন্ট করবেন******))}}]]
আর সময় থাকলে আমার ফেসবুক পেজ ও ব্লগ থেকে ঘুরে আসতে ভলবেন না…….
আমার ফেসবুক পেজ:- http://www.facebook.com/architectmehedi