ফাইলঅ্যাসাসিন সফটওয়্যারঃ ফাইল ডিলিট, ডিলিট না হওয়া প্রোগ্রাম ডিলিট করার জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র – ডাউনলোড করে নিন এখনই।

আপনার পিসিতে কি মাঝে মাঝে নীচের মত ম্যাসেজ দেখতে পানঃ
  •     Cannot delete file: Access is denied.
  •     Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
  •     The source or destination file may be in use.
  •     The file is in use by another program or user.
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ফাইলঅ্যাসাসিন সফটওয়্যারটি এক্ষেত্রে আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে। এর ইন্সটলেশন প্রসেস একদমই সোজা। ফাইলের সাথে ইন্সট্রাকসশন দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করলেই সফটওয়্যারটি পরিপূর্ণভাবে ইন্সটল করতে পারবেন।

কিভাবে ব্যাবহার করবেন?
  •     প্রথমে ফাইল ফাইলঅ্যাসাসিন চালু করুন এবং যে ফাইলটি ডিলিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ড্রাগ করে এর টেক্সট ফাইলে ফেলে দিন অথবা (….) বাটনটি সিলেক্ট করে    পছন্দের ফাইলটি সিলেক্ট ক্রুন।
  •     আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটা ডিলিটিং মেথড সিলেক্ট করুন।
  •     এক্সিকিঊট বাটনে ক্লিক করুন এবং রিমুভাল প্রসেস চালু হয়ে যাবে।
ডাঊনলোড লিংকঃ এখানে ক্লিক করুন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest