পছন্দের ফোন্ডার বা প্রোগ্রামকে রাখুন সবার উপরে।

কিছু কিছু প্রোগ্রামে Always on Top সুবিধা দেওয়া থাকে এতে আপনি ওই প্রোগ্রাম চলতি অন্য সব প্রোগ্রামের উপর রেখে কাজ করতে পারেন।তবে Desk Pins নামের সফটওয়্যারটির সাহায্যে আপনি আপনার ইচ্ছা মত যেকোন প্রোগ্রামই অন্য সব ফোল্ডার বা প্রোগ্রাম এর উপর সব সময় রাখতে পারবেন।ডাউনলোড করতে আগ্রহীরা এখানে ক্লিক করুন।
এবার সফটওয়্যারটি চালু করলে সিস্টেমট্রেতে একটি পিনের আইকন আসবে। এই আইকনে ক্লিক করলে মাউস পয়েন্টারটি পিন হবে, এখন যে সক্রিয় প্রোগ্রামের টাইটেলবারে পিনটি দ্বারা ক্লিক করবেন সেই প্রোগ্রামটি সব সময় অন্যান্য সব প্রোগ্রামের উপর থাকবে অর্থাৎ Always on Top হিসাবে ব্যবহৃত হবে। Always on Top বাদ দিতে চাইলে টাইটেলবারের লাল পিনের উপরে ক্লিক করলেই হবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest