রেজিস্ট্রি এডিট করে আপনার কম্পিউটারকে দ্রুত বন্ধ/রিস্টার্ট করুন
আমাদের
অনেকেরই পিসি শাটডাউন বা রিস্টার্ট হতে একটু বেশি সময় নেয়। এটি
কম্পিউটারের একটি কমন সমস্যা। বিভিন্ন কারনে এই সমস্যাটি দেখা দিতে পারে।
আজকে আপনাদের জন্য এমন একটি ট্রিক্স নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা
উইন্ডোজের রেজিস্ট্রি এডিটরকে এডিট করে খুব সহজেই আপনার পিসির শাটডাউন বা
রিস্টার্ট করার গতি বৃদ্ধি করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে লিখুন Regedit এবং OK করুন। ২। এবার HKEY_CURRENT_USER\Control
Panel\Desktop এখানে যান, সিলেক্ট করুন WaitToKillAppTimeout রাইট ক্লিক
করে Modify ক্লিক দিয়ে value কে পরিবর্তন করে 1000 লিখে OK করুন।
৩। এবার HungAppTimeout সিলেক্ট করুন রাইট ক্লিক করে Modify ক্লিক দিয়ে value কে পরিবর্তন করে 1000 লিখে OK করুন।
৪। এখন HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop এখানে যান এবং সিলেক্ট
করুন WaitToKillAppTimeout এ রাইট ক্লিক করে Modify ক্লিক দিয়ে value কে
পরিবর্তন করে 1000 লিখে OK করুন।
৫। HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Control\
এখানে যান সিলেক্ট করুন এবং WaitToKillServiceTimeout এ রাইট ক্লিক করে
Modify’ ক্লিক দিয়ে value কে পরিবর্তন করে 1000 লিখে OK করুন।