আমরা
চাইলেই খুব সহজেই আমাদের প্রিয় ফায়ারফক্সে বিভিন্ন সুন্দর সুন্দর থীম যোগ
করতে পারি। আজ আপনাদের শিখাবো কিভাবে মজিলা ফায়ারফক্সে থীম যোগ করা যায়।
এজন্য মজিলা ফায়ারফক্স ব্রাউজারের Tools মেনুতে ক্লিক করে Add-ons এ ক্লিক
করুন। (কষ্ট করে করতে না চাইলে কীবোর্ড থেকে Ctrl+Shift+A চাপুন।) >> Get Add-ons এ ক্লিক করুন…. >> Featured Personas থেকে পছন্দের থীমের উপর ক্লিক করুন।
>> এর পর + Add to Firefox এ ক্লিক করুন । (ব্রাউজার রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন।)