ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠানোর জন্য আমরা আনেক ওয়েবসাইট ব্যাবহার করে থাকি এবং তাতে আনেক বিড়ম্বনার মধ্যেও পরে থাকি কারন তাঁদের কোন টা দিয়ে হয়ত ম্যাসেজ ডেলিভার হয় আবার কোন টা দিয়ে হয়না। তবে ওইসব নিয়ে এখন কথা বারাব না। একবার ভেবে দেখুন তো কেমন হয় যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আপনার অথবা আপনার বন্ধুর মোবাইল এ এসএমএস পাঠাতে পারেন? হ্যাঁ এখন এটা সত্যি যে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ওয়েবসাইট ফেসবুক থেকে এখন চাইলেই আমরা ফ্রি এসএমএসও পাঠাতে পারেন একটি অ্যাপ্লিকেশন এর সাহায্যে যার নাম dodo text sms। এই অ্যাপ্লিকেশন টা সম্পর্কে হয়ত আনেকেই আগে যেনে থাকতে পারেন তবে যারা জানেন না তাঁদের জন্যই আমার এই পোস্ট।
উপরের ছবি টার মত আসলে Allow বাটন এ ক্লিক করুন।এবার অ্যাপ্লিকেশন টি ওপেন হলে কান্ট্রি এর স্থলে Bangladesh দিন এবং মোবাইল নাম্বার এর স্থলে দেখবেন কান্ট্রি কোড আগে থেকেই দেয়া আছে তাই আপনি শুধু মোবাইল নাম্বার টা টাইপ করবেন যেমন ধরুন-01746324837।এরপর সেন্ড অপশন এ ক্লিক করলেই ম্যাসেজ টি আপনার কাঙ্খিত নাম্বার এ ডেলিভার হয়ে যাবে তবে আপনাকে একটি ম্যাসেজে সর্বোচ্চ ১০০ অক্ষর ব্যবহার করতে পারবেন। এখন কোন মেসেজ যদি দেখায় তাহলে নির্দিধায় ওকে বাটনে ক্লিক করুন। তাহলেই দেখবেন আপনার পাঠানো এসএমএসটি মেসেজ যার কাছে পাঠিয়েছেন তার কাছে পৌছে গেছে।