বন্ধুত্ব যখন মোবাইল নেট এ

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা আশপাশের জগৎ ছাড়িয়ে বন্ধুত্বের আরেক দুনিয়া এখন ইন্টারনেট।তাঁরা সবাই একে অপরের নেট-বন্ধু।ইন্টারনেটে বন্ধুত্বকে খুব সহজ করে দিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটগুলো। বর্তমানে ফেসবুক, টুইটার কিংবা গুগল প্লাসের মতো জনপ্রিয় সাইটগুলো দিয়ে খুব সহজেই বন্ধুত্ব করা গেলেও বাংলাদেশে মোবাইল কমিউনিটি সাইটগুলোর ভালো ভূমিকা ছিল শুরুর দিকে।ইন্টারনেট-সমর্থিত যেকোনো মোবাইল ফোনসেট দিয়ে এসব সাইটে খুব সহজেই প্রবেশ করা যায় এবং খরচও কম।যারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এসব মোবাইল কমিউনিটি সাইট খুবই উপযুক্ত।আজ আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব একটি ফোরাম সাইট এর সাথে।
কি কি আছে সাইট টিতে?
===========================================================
*পারসনাল মেসেস সেন্ডিং
*স্টাটাস আপডেট
*চ্যাট রুম
*ব্লগিং
*ক্লাব
*ফোরাম ডিস্কাসন
#সাইট টি WML  ফরমেটে করা হয়েছে এতে KB  অনেক কম খরচ হয় টাকা কম কাটে।
===========================================================
সাইটটি গ্রাহক দের সেবার কথা চিন্তা করে প্রায় প্রতিদিন ই নতুন নতুন সুবিধা সংযোজন করছে।তাই দেরি না করে এখনি রেজিস্টার করে উপভগ করুন সাইট টি।
কি কি লাগবে ? ?
===========================================================
সাইট টি মুলত মোবাইল ফোন ইন্টারনেট ব্যাবহার করেন এমন গ্রাহক দের জন্যে। আপনি যদি পিসি থেকে জইন করতে চান তাহলে অপেরা ব্রাউজার দিয়ে সাইট এর সকল সুবিধা নিতে পারবেন
===========================================================
সাইট টির লিঙ্কঃ
http://rockerwap.com

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest