আপনার বন্ধুকে মেইল করুন যে কোন ইমেল এড্রেস ব্যবহার করে

Email Icon আপনার বন্ধুকে মেইল করুন যে কোন ইমেল এড্রেস ব্যবহার করে
আজ আপনাদের শিখাবো কিভাবে অন্যের ই-মেইল ঠিকানা ব্যবহার করে কাউকে মেইল করবেন। এতে আপনার বন্ধু নিশ্চিতভাবে চমকাবেই। আপনি চাইলে আপনার বন্ধুর ই-মেইল এড্রেস ব্যবহার করেই বন্ধুকে মেইল করে চমকে দিতে পারবেন। ব্যপারটা খুবই সোজা। তাই এক্ষুণি শুরু করুন আর চমকে দিন আপনারে বন্ধুকে।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে এই লিংকে ক্লিক করুন।
২। তারপর পেজটির নিচের দিকে দেখুন মেইল এডিটর এর মতো রয়েছে।
৩। এখানে সাধারণ মেইল করার মতো তথ্য দিয়ে দিন। আপনার মজা করার জন্য শুধুমাত্র From বক্সে আপনার উদ্দিষ্ট ই-মেইল এড্রেসটি দিয়ে দিলেই হলো।
৪। মেসেজটি টাইপ করে নিচের সিকিউরিটি কোডটি লিখে Send Now বাটনে ক্লিক করুন। ব্যস হয়ে গেল।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest