“এডঅন” এর সাহায্যে ডাউনলোড করুন মজিলা ফায়ারফক্সে

firefox addonn 150x150 এডঅন এর সাহায্যে ডাউনলোড করুন মজিলা ফায়ারফক্সেইন্টারনেটে কোন ফাইল ডাওনলোড করার সময় পিসি হঠাৎ বন্ধ গেলে পরবর্তীতে ঐ ফাইলটি নতুন করে ডাওনলোড করতে হয়।আবার অনেক সময় ডাওনলোডের গতি কমে যায়।মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা  ’ডাওন দেম অল’ নামের একটি অ্যাডঅন প্রোগ্রামের সাহায্যে এরকম ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।এটি ফায়ারফক্সে ডাওনলোড ম্যানেজারের কাজ করবে। এই অ্যাডঅনটি  নামিয়ে নিন  ।এখন ফায়ারফক্স পুনরায় চালু করুন (রির্স্টাট)।এরপর থেকে কোন ফাইল ডাওনলোডে করতে গেলে DownThemAll!  নামের  একটি অপশন পাবেন। DownThemAll! অপশনে ক্লীক করে অ্যাডঅনটির সাহায্যে ডাওনলোডের কাজ করুন।এর ফলে ডাওনলোড চলাকালীন অবস্থায় হঠাৎ পিসি বন্ধ হয়ে গেলে পরবর্তীতে নতুন করে ঐ ফাইল  ডাওনলোড  করতে হবে না।পূর্বে যতটুকু ডাওনলোড হয়েছিলো ততটুকু থেকেই আবার ডাওনলোড শুরু হবে।এই প্রোগ্রামটি  স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে ডাওনলোড প্রক্রিয়া সম্পন্ন করে।এতে ডাওনলোড ম্যানেজারের সকল সুবিধা পাওয়া যাবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest