১ জিবি ফাইলকে করে ফেলুন ১০ এমবি!!!



KGB Archiver ১ জিবি ফাইলকে করে ফেলুন ১০ এমবি!!!আজ আপনাদের সাথে একটি দারুন সফটওয়্যার শেয়ার করব। আমরা সবাই জানি কম্প্রেসিং এর মাধ্যমে যে কোন ফাইলের আকার ছোট করে নেয়া যায়। কিন্তু ১ জিবিকে ১০ এমবি? অসম্ভব মনে হতে পারে। কিন্তু আজকে যে সফটওয়্যারটি নিয়ে এসেছি সেটির মাধ্যমে আপনি যে কোন বড় ফাইলকে অনায়াসে ছোট করে নিতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে এই লিঙ্ক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ করে নিন।
২। এবার সফটওয়্যারটি ওপেন করুন এবং প্রথম পর্দা হতে Compress files সিলেক্ট করে নেক্সট চাপুন।
৩। এবার পরের পর্দা হতে KGB সিলেক্ট করে Add Directory তে ক্লিক করে ফোল্ডার যোগ করে নিন এবং নেক্সট চাপুন।
৪। তাহলে কম্প্রেস প্রক্রিয়া শুরু হবে।
কম্প্রেসিং শেষ হওয়ার পর ফাইলটির সাইজ দেখুন কত ছোট হয়ে গেছে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest