লক করুন আপনার কম্পিউটারের ইউএসবি পোর্ট (কোন সফটওয়্যার ছাড়াই !!!)

usbport 300x252 লক করুন আপনার কম্পিউটারের ইউএসবি পোর্ট (কোন সফটওয়্যার ছাড়াই !!!)
ইউএসবি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্টগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে বর্তমান যুগে ইউএসবি প্রযুক্তি বিভিন্ন ডিভাইস এর ব্যবহার সহজ করে দিয়েছে। আবার এই পোর্ট ইউজ করেই হতে পারে ডাটা চুরি, ভাইরাস আক্রমন সহ বিভিন্ন অসাধু কাজ। এ সমস্যা হতে মুক্ত হওয়ার জন্য আমরা অনেকেই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি যার মাধ্যমে ইউএসবি পোর্টগুলোকে সাময়িকভাবে বন্ধ করে রাখা যায়।
আজ আপনাদের সাথে এমন একটি টিপস্‌ শেয়ার করব যার মাধ্যমে আপনারা কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করতে পারবেন। এজন্য যা করতে হবে-
১। প্রথমে Win+R কীদ্বয় চাপতে হবে, তাহলে Run ডায়লগ বক্স আসবে।
২। এবার Regedit লিখে এন্টার চাপতে হবে। তাহলে Registry Editor ডায়লগ বক্স আসবে।
৩। এবার HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Services >> UsbStor ধাপগুলো অনুসরণ করি।
৪। এবার ডান পাশের অংশ হতে Start এ ডাবল ক্লিক করে ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করে দিয়ে Hexadecimal এ ক্লিক করে দিতে হবে (যদি তা সিলেক্টেড না থাকে)। এবার ওকে করে বেরিয়ে আসুন। (সরাসরি কাজ না করলে রিস্টার্ট দিন)
তাহলেই আপনার ইউএসবি পোর্ট ব্লক হয়ে যাবে। আবার খুলতে হলে 4 এর জায়গায় 3 লিখে দিন। তাহলেই ইউএসবি পুনরায় আনব্লক হয়ে যাবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest