মোবাইলে বাংলা লিখুন সহজেই (কোন সফটওয়্যার ছাড়াই!!!)



banglatext মোবাইলে বাংলা লিখুন সহজেই (কোন সফটওয়্যার ছাড়াই!!!)আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন একটি ট্রিকস। অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। এক্ষেত্রে বিভিন্ন সাইটে বিভিন্ন সময় বাংলা লিখার দরকার হতে পারে। এক্ষেত্রে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা পড়েন মহাসংকটে। অনেকেই এই কাজের জন্য আলাদা সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু এইসব সফটওয়্যার তেমন কাজে আসে না। তাই আপনাদের আজকে শিখাবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে বাংলা লেখা যায়। এজন্য প্রথমে মোবাইল থেকে http://www.banglatext.com ঠিকানায় চলে যান। এবার Enter Text বক্সে আপনার প্রয়োজনীয় বাংলা লেখা সমূহ বাংলিশ (ফোনেটিক বাংলা/ইংরেজী দিয়ে বাংলা) ভাষায় লিখুন। পাশের ছবিটি দেখলেই বুঝতে পারবেন। তারপর Convert বাটনে  ক্লিক করলেই আপনার লেখাটি বাংলা হয়ে যাবে। এবার এই লেখাটি কপি করে যে কোন যায়গায় ব্যবহার করুন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest