আপনার নোকিয়া সিম্বিয়ান ফোনের শাট ডাউন স্ক্রিন পরিবর্তন করুন !

কেমন আছেন ? আমার আগের টিউন অনুযায়ী যাদের ফোনে MIF MAKER কাজ করে না তারা GraphicsCube এই সফটওয়ার দিয়া চেষ্টা করে দেখতে পারেন ! প্রথমে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করুন ! এবার ইন্সস্টল দিয়ে ওপেন করুন ! সফটওয়ারটি রুশিয়ান ভাষার ! তাই এটিকে ইংরেজী ভাষায় রূপান্তরিত করতে অপশনে যান এবং চিত্রের মত নিয়ম অনুসরন করুন !TTC Tunes
TTC TunesTTC Tunes
এবার সফটওয়্যারটি বন্ধ করে আবার চালু করুন !
এবার অপশন এ গিয়ে Tools থেকে Image to SVG তে সিলেক্ট করুন !TTC Tunes তাহলে দেখবেন আপনার ফোনের ড্রাইভ গুলো চলে এসেছে !
TTC Tunes এবার যেই ড্রাইভে আপনার ছবি আছে ওটা ওপেন করুন এবং ফোল্ডার থেকে যেই ছবি আপনি MIF এ করতে চান ওটাতে গিয়ে অপশন থেকে Open সিলেক্ট করে Source path এ সিলেক্ট করুন !
TTC TunesTTC Tunes এবার নিচের চিত্রের মত না আসা পর্যন্ত অপেক্ষা করুন !
TTC Tunes এবার অপশনে গিয়ে Pack থেকে MIF সিলেক্ট করে One file সিলেক্ট করুন !
TTC TunesTTC Tunes এবার আগে যেই ফোল্ডারে গিয়েছিলেন ওটাতে যান এবং দেখুন ওখানে .svg ফরমাটের একটি ছবি আছে ওটাতে গিয়ে অপশন থেকে Open সিলেক্ট করে Source path এ সিলেক্ট করুন !
TTC TunesTTC Tunes তাহলে ছবিটি রিনেম করার জন্য বলবে ! ওখানে sysap লিখে Ok তে সিলেক্ট করুন !
TTC Tunes এবার নিচের চিত্রের মত না আসা পর্যন্ত অপেক্ষা করুন !
TTC Tunes এবার সফটওয়্যারটি বন্ধ করে ওই ফোল্ডারে যান যেখানে আপানার ছবিটি ছিলো ! ওখানে গিয়ে দেখবেন যে, ওই ছবির নামে একটি ফোল্ডার তৈরী হয়েছে ! ওটা ওপেন করলে দেখবেন ওখানে sysap.mif নামের একটা ছবি আছে ! এটাই আপনার তৈরীকৃত শাটডাউন স্ক্রিন !

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest