ফেসবুকের শর্টকাটগুলো আপনার জানা আছে তো?



facebook shortcut 300x224 ফেসবুকের শর্টকাটগুলো আপনার জানা আছে তো?আমরা সবাই কমবেশি ফেসবুক ব্যবহার করি। কারো কাছে এটি নেশা আবার কারো কাছে এটি একটি বিরক্তিকর বিষয়। তবে আমার মতে এটি যদি এতই খারাপ সাইট হতো তাহলে এটি ওয়াল্ড র‍্যাংকিং এ কেন দু’নম্বর পজিশনে থাকবে? আর প্রযুক্তি এমন একটি জিনিস, যার ব্যবহারের উপর এর সুফল বা কুফল নির্ভর করে। যাই হোক। যারা আমার মতো ফেসবুক এডিক্ট আবার যারা মোটামুটি ফেসবুকে নতুন ঠিক তাদের জন্যই আমার আজকের এই পোস্ট। আমরা সবাই কম্পিউটারের বিভিন্ন শর্টকাট কমান্ড এর কথা জানি। এসব শর্টকাট ব্যবহার করে উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ ইত্যাদি জাতীয় প্রোগ্রামে সহজেই কাজ করা সম্ভব হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে ফেসবুকেও এরকম শর্টকাট রয়েছে। যেগুলো ব্যবহার করে ফেসবুকের মজা আরও বৃদ্ধি করা যায়। আমি এসব শর্টকাটের একটি ছোট্ট তালিকা নিচে দিয়ে দিলাম। আশা করি ব্যবহার করে মজা পাবেন।
Alt+1 : হোম পেজ
Alt+2 : আপনার প্রোফাইল (ওয়াল)
Alt+3 : কে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালো (রিকুয়েস্ট না থাকলে কাজ করবে না)
Alt+4 : কে আপনাকে মেসেজ পাঠালো (মেসেজ না থাকলে কাজ করবে না)
Alt+5 : কি কি নোটিফিকেশন আসলো ( নোটিফিকেশন না থাকলে কাজ করবে না)
Alt+6 : অ্যাকাউন্ট সেটিংস
Alt+7 : অ্যাকাউন্ট প্রাইভেসি
Alt+8 : ফেসবুকের ফ্যান পেজ
Alt+9 : ফেসবুকের রাইট এন্ড রেস্পন্সিবিলিটি
Alt+0 : ফেসবুক হেল্প সেন্টার
Alt+m : নতুন মেসেজ লিখতে
Alt+? :  সার্চ বক্সে কারসর আনবে

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest