উইন্ডোজের ক্যালকুলেটরটিকে একটু আকারে বড় করে নিন সহজেই



calculator উইন্ডোজের ক্যালকুলেটরটিকে একটু আকারে বড় করে নিন সহজেইআমরা হিসাব নিকাশ করার জন্য প্রায়শই উইন্ডোজের ক্যালকুলেটরটি ব্যবহার করি। কিন্তু এটি দেখতে খুবই ছোট আকারের। তাই অনেক সময় হিসাব নিকাশ করার সময় সমস্যায় পড়তে হয়। তবে আপনি চাইলেই খুব সহজেই এই ক্যালকুলেটরটির সাইজ বাড়িয়ে নিতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
এজন্য প্রয়োজন Resource Hacker সফটওয়্যার। যার দ্বারা আপনি ক্যালকুলেটর হ্যাক করে সাইজ আপনার ইচ্ছামত বড় করতে পারবেন। www.users.on.net/johnson/resourcehacker থেকে Resource Hacker সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডার (C:\Windows\System32) থেকে calc.exe ফাইলটি ওপেন করুন। এবার বাম দিকের প্যানে রিসোর্স তালিকা থেকে Dialog ট্রির ১০১ ফ্লোডারে ১০৩৩ নামের রিসোর্স ফাইলটি ব্রাউজ করুন। এবার ডানের FONT 8, “MS Shell Dlg” অংশে ফন্ট সাইজ ৮ এর পরিবর্তে ১০ বা ১২ লিখুন (সায়েন্টিফিক ক্যালকুলেটর বড় করতে চাইলে ১০১ ফ্লোডারে ১০৩৩ নামের রিসোর্স থেকে ফন্ট পরিবর্তন করতে হবে) যার ভিউ নিচে দেখা যাবে। এবার Compile Script বাটনে ক্লিক করুন এবং ফাইল থেকে Save As করে একই (সিস্টেম৩২) ফোল্ডারে calc1.exe নামে সেভ করুন। এখন প্রোগ্রামস>একসেসরিস>ক্যালকুলেটর এর শর্টকাটে calc.exe এর স্থলে calc1.exe পরিবর্তন করুন। এবার ক্যালকুলেটর চালু করে দেখুন বড় হয়েছে। আর রান থেকে চালু করতে calc.exe এর পরিবর্তে calc1.exe লিখে এন্টার করলেই হবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest