
বিখ্যাত
এন্টিভাইরাস কোম্পানী বিটডিফেন্ডার এর নাম নিশ্চই শুনেছেন। এটি একটি
সুপ্রাচীন ও সুবিখ্যাত এন্টিভাইরাস নির্মাতাকারী প্রতিষ্ঠান। আজ আপনাদের
জন্য নিয়ে এসেছি এই কোম্পানীরই একটি দারুন প্রোডাক্ট। যার নাম BD USB
IMMUNIZER। নামের সামনে বিডি দেখে মনে করবেন না যেন এটি বাংলাদেশের কোন
প্রোডাক্ট (জোকস্ এপার্ট)। এটি আপনার কম্পিউটার ও ইউএসবি ডিভাইসকে
ইমিউনাইজ করে অটোরাণ ভাইরাস হতে সুরক্ষিত করবে। সফটওয়্যারটির অপশনস মেনু
ব্যবহার করে আপনি এটিকে স্টার্টআপ এ রাখতে পারবেন।
সফটওয়্যারটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চলে যান
এই লিঙ্কে।
নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন এই কাজের সফটওয়্যারটি। আর আপনার
কম্পিউটার ও ইউএসবি ডিভাইসকে রক্ষা করুন সেই ভয়ঙ্কর অটোরান ভাইরাস হতে।