উইন্ডোজ লোড হবার সময় নিজের যে কোন ম্যাসেজ দেখান

regedit 300x122 উইন্ডোজ লোড হবার সময় নিজের যে কোন ম্যাসেজ দেখানআজ আপনাদের শেখাবো কিভাবে উইন্ডোজ লোড হবার সময় যে কোন বার্তা প্রদর্শন করানো যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Start >> Run এ গিয়ে Regedit লিখে enter চাপুন। এবার Registry Editor নামে নতুন একটি উইন্ডো আসবে ।
২। এখান থেকে HKEY_LOCAL_MACHINE >> software >> Microsoft >> Windows NT >> Current Version এ ক্লিক করে  WINLOGON এ ক্লিক করতে হবে ।
৩। এবার ডান দিকের BOx থেকে Legal Notice Caption এ দুবার ক্লিক করতে হবে । নতুন আসা বক্সে আপনার বার্তার শিরোনাম লিখে ok করতে হবে ।
৪। এরপর Legal Notice Text এ আপনার বার্তাটি লিখে OK করে বের হয়ে আসুন।
আগের অবস্থায় ফেরত যেতে হলে Legal Notice Caption & Legal Notice Text এ ঢুকে আগের লিখা বার্তাটি গুলো মুছে
OK করে বের হয়ে আসুন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest