১। প্রথমে Start >> Run এ গিয়ে Regedit লিখে enter চাপুন। এবার Registry Editor নামে নতুন একটি উইন্ডো আসবে ।
২। এখান থেকে HKEY_LOCAL_MACHINE >> software
>> Microsoft >> Windows NT >> Current Version এ ক্লিক
করে WINLOGON এ ক্লিক করতে হবে ।৩। এবার ডান দিকের BOx থেকে Legal Notice Caption এ দুবার ক্লিক করতে হবে । নতুন আসা বক্সে আপনার বার্তার শিরোনাম লিখে ok করতে হবে ।
৪। এরপর Legal Notice Text এ আপনার বার্তাটি লিখে OK করে বের হয়ে আসুন।
আগের অবস্থায় ফেরত যেতে হলে Legal Notice Caption & Legal Notice Text এ ঢুকে আগের লিখা বার্তাটি গুলো মুছে
OK করে বের হয়ে আসুন।
OK করে বের হয়ে আসুন।