
আমাদের
সবারই কম বেশি একাধিক ই-মেইল আইডি আছে। অনেকের একাধিক ফেসবুক, টুইটার
আইডিও থাকে। কিন্তু সমস্যা হয় সেই জায়গায়, যখন একই ব্রাউজার ব্যবহার করে
একাধিক আইডিতে লগিন করতে যায়। একই ব্রাউজারে সাধারণত একাধিক আইডিতে লগিন
করা সম্ভব হয় না। কিন্তু আজকে আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো যার মাধ্যমে
আপনারা একটি মাত্র (মজিলা ফায়ারফক্স) ব্রাউজার ব্যবহার করে একাধিক আইডিতে
লগিন করতে পারবেন।
আসুন দেখে নিই কিভাবে তা সম্ভব-
১। প্রথমে আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে
এই লিঙ্কে চলে যান এবং এখান থেকে multifox এক্সটেনশনটি ডাউনলোড করে নিন।
২। ডাউনলোড ও ইন্সটল শেষ হলে ফায়ারফক্সটি রিস্টার্ট করুন।
৩। এবার আপনার ফায়ারফক্সটি ওপেন করে প্রথম ট্যাবে উদাহরণস্বরূপ আপনার একটি জিমেইল আইডিতে লগিন করুন।
৪। এবার ঐ ট্যাবের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Open in a New Identity Profile অপশনে ক্লিক করুন। এখন নতুন খোলা ট্যাবে আরেকটি জিমেইল একাউন্টে ডুকার চেষ্টা করুন।
৫। দেখবেন আপনি আরেকটি একাউন্টে ডুকতে পারছেন। এভাবে যত খুশি তত সমজাতীয় একাউন্টে ডুকতে পারবেন একই ব্রাউজার ব্যবহার করে।