কম্পিউটার সাজান ইচ্ছে মত অসাধারন একটি সফটওয়্যার দিয়ে

মানুষ সব সময় চায় সুন্দর ভাবে সাজানো গোছানো জীবন। ঠিক তেমনি আমরা আমাদের প্রিয় কম্পিউটারটাও সুন্দর ভাবে সাজানো গোছানো দেখতে চাই। কম্পিউটার সাজানোর মতো অনেক কিছু আছে। তার মধ্যে ফোল্ডার অন্যতম। ফোল্ডারের রঙ পরিবর্তনের জন্য অনেক সফট রয়েছে তবে আমার কাছে এই সফটওয়্যারটি অন্য রকম মনে হয়েছে। কারন আপনি এর মাধ্যমে শুধু ফোল্ডারের রঙ নয় সাথে সাথে কাজের প্রাধান্য অনুযায়ি High, Normal, Low priority হিসেবে সিলেক্ট করে রাখতে পারবেন। যেমন ধরুন আপনি একটা অফিসের কাজ করছেন যেটা অর্ধেক করা হয়েছে। আপনি এটা এত হলুদ ফোল্ডারের মাঝে সহজে খুজে পাবেন কি করে? খুব সহজ। এর জন্য আপনি এটা High priority দিয়ে রাখতে পারেন যাতে পরে বুঝতে পারেন। এছাড়াও আছে
  • done
  • half-done
  • planned
  • approved
  • rejected
  • pending
  • work
  • important
  • temp and
  • private files
ইত্যাদি কাজের ধরন হিসেবে দিয়ে রাখতে পারেন।
আপনি এই সফটওয়্যারের মাধ্যমে একঘেয়েমি হলুদ ফোল্ডার বাদ দিয়ে রঙ্গিন করে দিন বিভিন্ন রঙ্গে।
"Mark Folder" menu will appear for any folder in your system after installing of Folder Marker
এছাড়াও ফোল্ডারে ইংরেজি বর্ণ দিয়ে সাজাতে পারেন।
Folder Marker's main window
আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ অতো আইকন ব্রাউজ করে সাজাতে পারেন।
আর ব্যবহার কিভাবে করবেন ভাবছেন? কোন ব্যপার না। প্রথমে ইন্সটল করে নিন। তারপর সিরিয়াল কী দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন। ব্যস কাজ শেষ। এখন শুধু ফোল্ডারে Right click করে আপনার পছন্দ মতো আইকন সিলেক্ট করে দিন।

ডাউনলোড লিঙ্কঃ
Folder Marker Pro V3.0.1.0
সাথে সিরিয়াল কী আছে।
আশা করি সবার কাজে লাগবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest