হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে সেই জিনিষ টি সেয়ার করবো যা দিয়ে
আপনার উইন্ডোজ এক্সপি, ভিস্তা বা সেভেন কে সাজিয়ে নিন আধুনিক রুপে। যদিও
এর আগে এই নিয়ে কয়েকটি পোস্ট হয়েছে তবে সে পোস্ট গুলো কোনটা সেভেন কোনটা
ভিস্তা বা সেভেন এর জন্য। কি একটা ঝামেলা তাই না? নিজের কম্পিটার সবাই
সাজাবে তাতে এক্সপি, ভিস্তা বা সেভেন হোক না কেন তার জন্য আবার সীমাবদ্ধতা
থকাবে কেন? তাই আমি আপনাদের জন্য সেই উপহারটিই নিয়ে এলাম যে সফটওয়্যার এর
ব্যবহার করার জন্য কোন সীমাবদ্ধতা নাই। উইন্ডোজ এক্সপি, ভিস্তা কিংবা
সেভেনেও ব্যবহার করা যাবে।
কি বুঝলেন? সব উইন্ডোজেই এই সফটওয়্যার টি ব্যবহার করা যাবে।


এই গুলো দেখে কি আর মন থেমে থাকে? তাই এক্ষনি ডাউনলোড করেনিন ১৮.০৭ মেগাবাইট এর সেই চমকিয় সফটওয়্যার টি।
নির্ভয়ে ডাউনলোড করে নিন এটা রিজিউম সাপোর্ট করে। আর ভালো লাগলে মন্তব্য করিয়েন।
নিচের ছক দেখলেই বুঝতে পারবেন যে কোন উইন্ডোজ এ কি ব্যবহার করা যাবে বা যাবেনা।
উইন্ডোজ | এক্সপি | ভিস্তা | সেভেন |
স্ট্যান্ডার্ড আইকন | আছে | আছে | আছে |
ভিজুয়াল স্টাইল | আছে | আছে | আছে |
ব্যাকগ্রাউন্ড | আছে | আছে | আছে |
ফন্ট | নাই | নাই | নাই |
কার্সর | আছে | আছে | আছে |
লগইন স্ক্রিন | আছে | আছে | আছে |
সাউন্ড/বিজ্ঞপ্তি করণ | আছে | আছে | আছে |
রকেট ডক | আছে | আছে | আছে |
কালার ফোল্ডার | আছে | আছে | আছে |
DLL ফাইল মডিফাই? | হবে | হবে | হবে |
অন্য কোন সফটওয়্যার লাগবে? | না | না | না |
এবার চলুন কয়েকটা স্ক্রিনশট দেখে নেই
এই গুলো দেখে কি আর মন থেমে থাকে? তাই এক্ষনি ডাউনলোড করেনিন ১৮.০৭ মেগাবাইট এর সেই চমকিয় সফটওয়্যার টি।
নির্ভয়ে ডাউনলোড করে নিন এটা রিজিউম সাপোর্ট করে। আর ভালো লাগলে মন্তব্য করিয়েন।