
আজ
আপনাদের জন্য উপহার দিচ্ছি আরেকটি মজার সফটওয়্যার। যার মাধ্যমে খুব সহজেই
অডিও ফাইলকে মিক্সিং, এডিটিং, এমনকি রেকর্ড, কনভার্ট ইত্যাদি করতে পারবেন।
সফটওয়্যারটির নাম অডাসিটি। অনেকেই এই সফটওয়্যারটির নাম শুনেছেন।
অনেকে ব্যবহারও করেছেন। অডিও এডিটিং এর বেস্ট একটি সফটওয়্যার এটি।
সফটওয়্যারটি নিচের ডাউনলোড লিঙ্ক হতে ডাউনলোড করে নিন। আর শুরু করে দিন
আপনার অডিও মিক্সিং।