সহজেই ব্লক করে রাখুন যে কোন ওয়েবসাইটকে

block website 300x225 সহজেই ব্লক করে রাখুন যে কোন ওয়েবসাইটকে
আপনি চাইলেই আপনার কম্পিউটারে যে কোন ওয়েবসাইটকে ব্লক করে রাখতে পারেন। বিশেষ করে অভিভাবকরা অনেক সময় বিভিন্ন সাইটের অপব্যবহার বন্ধ করতে চায়। তখন এই অপশনটি কাজে আসতে পারে। আবার কোন অফিসে নির্দিষ্ট কোন সাইটকে ব্লক করে রাখার দরকার হতে পারে। বা আপনি চাচ্ছেন যে একটি নিদিষ্ট ওয়েব সাইট আপনার কম্পিউটারে কেউ ব্যবহার করতে পারবে না।
এই অবস্থায় আপনি নিচের অপশনটি ব্যবহার করে সহজেই যে কোন ওয়েবসাইটকে ব্লক করে রাখতে পারবেন-১। এজন্য প্রথমে মাই কম্পিউটার ওপেন করে উইন্ডোজ নামক ফোল্ডারে প্রবেশ করি। এবার System32 নামক ফোল্ডারে প্র্রবেশ করি। এবার Driver এবং etc নামক ফোল্ডারে প্রবেশ করি। এখানে hosts, network ও protocol নামে তিনটি ফাইল পাওয়া যাবে।
২। এবার hosts নামক ফাইলটি Notepad এর মাধ্যমে ওপেন করুন। এবার ডকুমেন্টটির শেষে চলে যান এবং 127.0.0.1 নম্বরটি লিখুন।
৩। এবার নম্বরটির পাশে একটি স্পেস দিয়ে আপনি যে সাইটটি ব্লক করতে চান সেটি লিখে দিন। (এক্ষেত্রে ওয়েবসাইটটির নামের সাথে http:// বা www কথাগুলো উল্লেখ না করাই ভালো হবে।)
৪। এবার ডকুমেন্টটি সেভ করে বন্ধ করুন এবং কম্পিউটারটি রিস্টার্ট দিন।
এখন দেখুন আপনার উল্লিখিত ওয়েব সাইটে আপনি নিজেই প্রবেশ করতে পারছেন না।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest