মুহূর্তে হাতিয়ে নিন অন্যের পিসির পাসওয়ার্ড


আপনি এই পোষ্ট পড়ছেন মানে ধরে নিচ্ছি হ্যাকিং বিষয়ে আপনার একটু হলেও আগ্রহ আছে। হ্যাকিং নিয়ে মানুষের মধ্যে অনেক নেতিবাচক ধারণা থাকলেও আমরা বিশ্বাস করি নিজের নিরাপত্তার জন্যে হলেও হ্যাকিং-এ সবার একটুআধটু ধারণা থাকা দরকার। চুরি কীভাবে হতে পারে সেটা যদি আপনি না জানেন, তাহলে কখনোই চুরি রোধ করতে পারবেন না।
মূল আলোচনায় আসি। নিচের লিংক থেকে ZIP ফাইলটি ডাউনলোড করে নিন। Extract করুন। এর মধ্যে ৬ টি ফাইল পাবেন, এবার এই ফাইলগুলো পেন-ড্রাইভে কপি করে নিন। আপনার প্রাথমিক কাজ শেষ।
এবার যে পিসির পাসওয়ার্ড হাতিয়ে নিতে চাচ্ছেন, সেখানে আপনার পেন-ড্রাইভ ঢুকান। যদি ওই পিসিতে Autorun করার সুযোগ থাকে তাহলে আপনার কাজ হয়ে যাওয়ার কথা। তারপরও নিশ্চিত হতে চাইলে ওই পিসিতে থাকা অবস্থাতেই LAUNCH.bat ফাইলটিতে ডাবল-ক্লিক করুন। ব্যস, এবার পেন-ড্রাইভ বের করে আনুন।
আপনার পিসিতে পেন-ড্রাইভটি ঢুকান। দেখবেন সেখানে WebBrowserPassView, pspv, mspass ও mailpv নামের চারটি TXT ফাইল আছে। ফাইলগুলো নোটপ্যাড দিয়ে Open করুন। আপনার কাঙ্ক্ষিত পিসির সব পাসওয়ার্ড পেয়ে যাবেন।
passhack_

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest