দেখে নিন কিভাবে ডলার বা অন্য যেকোন মূদ্রা কনভার্ট করতে হয়

আমরা যারা ইন্টারনেটে টুক টাক আয় করি বা আনেক সময় আমাদের হাতে ডলার আসে। তখন জানতে হয় ১ ডলার সমান কত টাকা। এটা জানার জন্য অনেক সময় আমাদের ব্যাংক বা ডলার ব্যবসায়ীদের কাছে যেতে হয়। আবার ডলার ব্যবসায়ীরা সঠিক নাও বলতে পারেন বেশি লাভ করার জন্য। আবার ব্যাংক সাধারনত বাসা থেকে দূরে হওয়ায় সময় নস্ট হয় এবং যাতায়াতের ঝামেলাও পোহাতে হয়।

আজ আমি আপনাদের একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব য়েখানে আপনি এক ক্লিকে দেখে নিতে পারবেন ডলারের বর্তমান বাজার দর কত বাংলাদেশি টাকা। তো চলুন দেখি কি ভাবে ডলার কনভাট করতে হয়।
প্রথমে এই লিংক এ ক্লিক করুন এবং USD লেখা খালি ঘরে ডলার এর সংখ্যা লিখুন। তারপর কনভাটে ক্লিক করুন এ বার দেখুন বাংলা টাকা কত।
সবাইকে ধন্যবাদ……..

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest