
আজ
আপনাদের জন্য আরেকটি মজার ফায়ারফক্স এডঅন নিয়ে এসেছি। যার নাম থাম্বনেইল
জুম। আমরা জানি মজিলা ফায়ারফক্স প্রচলিত ব্রাউজারদের মধ্যে একটি সেরা
ব্রাউজার কারণ এতে বিভিন্ন এডঅন বা এক্সটেনশন ব্যবহার করা যায়। আর এসব এডঅন
পাওয়া যায় ফ্রিতে, মজিলার ওয়েবসাইটে। আজকের এডঅনটি ইন্সটল করতে
এই লিঙ্কে
চলে যান। ইন্সটল করার পর আপনার ব্রাউজারটিকে রিস্টার্ট দিন। এবার যে কোন
ওয়েবসাইটের যে কোন ছবির উপর মাউস নিয়ে গেলেই ছবিটি জুম করে দেখাবে।