অলস সময়ে অনেক ভাবনা এসে ভীড় জমায় আমাদের মস্তিস্কে।তার কয়টাই
বা ফলে।ধরুন আপনার হঠাৎ মনে হল আপনার প্রিয় কম্পিউটার আপনার সাথে কথা
বলবে, তাও আবার বাংলায়!! যদি এমন ভাবনা হয় তবে তৃপ্তির হাসি হাসুন কারন
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্ন সত্যি করার রূপরেখা।এ পদ্ধতি প্রয়োগ করলে আপনার কম্পিউটারটি চালু হওয়ার সময় আপনাকে সুললিত কন্ঠে স্বাগত জানাবে, বন্ধ হওয়ার সময় দুখঃভারাক্রান্ত কন্ঠে বিদায় জানাবে, কাজ করার সময় আপনি যদি কোন অবাস্তব বা ভুল কমান্ড দেন, তাহলে আপনাকে রাগত স্বরে ধমক দিবে এবং অন্যান্য যেসব বাংলা শব্দ আপনি কম্পিউটারটিকে শেখাবেন, সেগুলোও যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা উচ্চারণ করবে। আপনি কি অবিশ্বাসের হাসি হাসছেন?এক্ষেত্রে কোন সফট্ওয়্যার প্রয়োজন নেই।।
আমরা দেখি Windows XP চালু হওয়ার সময়, বা বন্ধ হওয়ার সময় ভিন্ন ভিন্ন ধরনের শব্দ শোনা যায়।এই শব্দ গুলো কিছু Audio File (*wav) হিসেবে \\Windows\Media নামক ফোল্ডারে রাখা থাকে এবং কম্পিউটার বিভিন্ন প্রয়োজনের সময় সেখান থেকে ফাইলগুলো চালু করে।এখন আপনি ঐ ফাইল গুলো রিপ্লেস করতে পারবেন কিংবা কম্পিউটার যে সিস্টেমের মাধ্যমে ঐ ফাইলগুলো চালু করে, সেখানে গিয়ে পাথ পরিবর্তন করে দিতে পারেন।
যেমনঃ windows চালু হওয়ার সময় যে স্টার্ট-আপ সাউন্ড শোনা যায়,তার পরিবর্তে আপনার নিজের কন্ঠে “আমার কম্পিউটারে আপনাকে স্বাগতম” বা আপনার ইচ্ছেমত কোন স্বাগত বার্তা সেট করে দিতে চান। এর জন্য আপনাকে প্রথমে Start – All Programs থেকে Accessories – Entertainment – Sound Recorder চালু করে মাইক্রোফোনের মাধ্যমে স্বাগত বার্তাটি Record করে তা Save করতে হবে। (মনে করুন, Save করা File টির নাম Startup – Techtweets এবং এটি রাখা হয়েছে My Documents ফোল্ডারে।) এরপর Control Panel থেকে Sounds And Audio Devices এ গিয়ে Sounds ট্যাবে ক্লিক করতে হবে।
আমরা দেখি Windows XP চালু হওয়ার সময়, বা বন্ধ হওয়ার সময় ভিন্ন ভিন্ন ধরনের শব্দ শোনা যায়।এই শব্দ গুলো কিছু Audio File (*wav) হিসেবে \\Windows\Media নামক ফোল্ডারে রাখা থাকে এবং কম্পিউটার বিভিন্ন প্রয়োজনের সময় সেখান থেকে ফাইলগুলো চালু করে।এখন আপনি ঐ ফাইল গুলো রিপ্লেস করতে পারবেন কিংবা কম্পিউটার যে সিস্টেমের মাধ্যমে ঐ ফাইলগুলো চালু করে, সেখানে গিয়ে পাথ পরিবর্তন করে দিতে পারেন।
যেমনঃ windows চালু হওয়ার সময় যে স্টার্ট-আপ সাউন্ড শোনা যায়,তার পরিবর্তে আপনার নিজের কন্ঠে “আমার কম্পিউটারে আপনাকে স্বাগতম” বা আপনার ইচ্ছেমত কোন স্বাগত বার্তা সেট করে দিতে চান। এর জন্য আপনাকে প্রথমে Start – All Programs থেকে Accessories – Entertainment – Sound Recorder চালু করে মাইক্রোফোনের মাধ্যমে স্বাগত বার্তাটি Record করে তা Save করতে হবে। (মনে করুন, Save করা File টির নাম Startup – Techtweets এবং এটি রাখা হয়েছে My Documents ফোল্ডারে।) এরপর Control Panel থেকে Sounds And Audio Devices এ গিয়ে Sounds ট্যাবে ক্লিক করতে হবে।