
আজ
আপনাদের জন্য আরেকটি কাজের ট্রিক্স নিয়ে এসেছি। বর্তমান ইন্টারনেটের যুগে
ই-মেইল এড্রেস নেই বা ই-মেইল ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া কষ্টকর
হবে। অনেকেই আছেন যাদের প্রায় প্রতিদিনই কমবেশি ই-মেইল আসে। ঠিক তাদের
জন্যই আমার আজকের এই পোস্টটি। আজকে আপনাদের একটি ফায়ারফক্স এক্সটেনশন এর
সাথে পরিচয় করিয়ে দেব। যার নাম
ওয়েব মেইল নোটিফায়ার। এক্সটেনশনটি ইন্সটল করতে
এই লিঙ্কে
চলে যান। এক্সটেনশনটি ডাউনলোড হবার পর ইন্সটল হলে ফায়ারফক্সকে রিস্টার্ট
দিন। এখন দেখুন সবার নিচের দিকে ডানপাশে মেইলের একটি আইকন এসেছে। আইকনটিতে
ক্লীক করে Preference অপশনে যান।
ড্রপডাউন মেনুতে google, yahoo, hotmail এর নাম
থাকবে। এখন Username ও Password বসিয়ে আপনার সবগুলো এ্যাকাউন্ট একে একে
add করে নিন। এরপর থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দেখাবে।