অ্যাভাস্ট আন্টিভাইরাস নতুন একটি ফিচার যুক্ত করেছে ADDITIONAL PROTECTECTION নামে।(আন্টি ভাইরাস হিসেবে আভাস্টকে ভালোই বলতে হবে, সত্য-ই ধারুন কাজ করে। ডাউনলোড করে নিতে পারেন এইখান থেকে)
এতে SANDBOX নামে ফিচারটি আপনার কম্পিউটারের যে কোন সন্দেহ্প্রবন তথা ভাইরাস প্রবন যে কোন প্রোগ্রামকে স্বয়ংক্রিয় ভাবে খুজে বের করে, এবং যথাবিহিত শাস্তি প্রদান করে। এই ফিচারটি নিশ্চিত করে যে আপনার কম্পিউটারের কিংবা অপারেটিং সিস্টেম এর কোনরুপ ক্ষতি সাধন হয়নি।
এর সাথে রয়েছে web rep নামক আরেকটি ফিচার যেটি ব্রাউজার প্লাগ ইন হিসেবে কাজ করে, এবং আপনার ব্রাউজকৃত ওয়েবসাইট গুলোকে রেটিং করে থাকে।
সর্বশেষ রয়েছে SITE BLOCKING ফিচারটি, যা ব্যবহার করে আপনি আপনার ব্রাউজার থেকে স্পেশাল কোন URL বা WEBSITES এ ব্রাউজিং এক্সেস রোধ করে, যেগুলো আপনি ফিচারটিতে যোগ করবেন।