আপনার কম্পিউটারে শুরু করে দিন অস্তিত্বের মহাসংগ্রাম (গেম)



war chess 300x225 আপনার কম্পিউটারে শুরু করে দিন অস্তিত্বের মহাসংগ্রাম (গেম)আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি গেম। গেমটি আসলে একটি দাবা গেম। কম্পিউটারে দাবা খেলেননি এমন কম্পিউটার ইউজার খুব কমই আছে। তবে কম্পিউটারে দাবা খেলোয়াররা এই গেমটি খেলে অন্যরকম অভিজ্ঞতার স্বাদ পেতে পারেন। কারন এটি শুধু দাবা খেলা বললে ভুল হবে। এটি একটি থ্রিডি ওয়ার গেম। এই গেমটির ক্যারেক্টারগুলো সম্পূর্ণ থ্রিডি আর সাউন্ডও খুব আকর্ষণীয়। গেমটির ব্যাপারে যত প্রশংসা করা হবে তত কম হবে। তাই এক্ষুনি ডাউনলোড করে খেলে দেখুন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest